নয়াদিল্লি: শনিবারই আঁচ পেয়েছে দেশের রাজধানী। ওইদিন দিল্লির তাপমাত্রা ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এরপরই, মৌসম ভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪-৫ দিন দিল্লিতে তাপপ্রবাহ চলবে।


আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, ২৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার তাপমাত্রা ৪৬ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। শনিবার পালাম, লোধি রোড ও আয়নগরের হাওয়া অফিসে যথাক্রমে ৪৫.৬, ৪৪.৪ ও ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


মৌসম ভবনের বিজ্ঞানী এন কুমার বলেন, পঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ। আগামী পাঁচদিনে এঅ অঞ্চলগুলিতে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহ বইবে। কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছবে।


দিল্লি আঞ্চলিক আবহাওয়া দফতরের অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তব বলেন,২৭ মে পর্যন্ত তাপপ্রবাহ থেকে কোনও নিস্তার নেই। তাপমাত্রা ৪৬-৪৭ ডিগ্রি পৌঁছতে পারে। তবে, ২৮ মে রাত থেকে, পশ্চিমী ঝঞ্ঝার ফলে ধুলোঝড় বা বিজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, বায়ুমণ্ডলের নিচু স্তরে পূবালি হাওয়া কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।


মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন দেশের উত্তর-পশ্চিম, মধ্য ও উপসাগরীয় অঞ্চলে তীব্র তাপপ্রবাহ থাকবে। অন্যদিকে, এই একই সময়ে দেশের উত্তর-পূর্ব প্রান্তে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।