নয়া দিল্লি: ১৬ বছর পর নির্ধারিত সময়ের ৮ দিন আগে কেরলে পা রেখেছে বর্ষা। তার আগে থেকেই দিল্লি, হিমাচল প্রদেশে দুর্যোগ ঘনিয়েছে। শনিবার সন্ধ্যায় হিমাচল প্রদেশের কুলু জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার ফলে রাস্তার ধারে পার্ক করা প্রায় ২০ থেকে ২৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) নির্মন্দ মনমোহন সিং বলেছেন, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, যার ফলে নির্মন্দের জগৎখানার কাছে প্রায় ২০-২৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, পাহাড় থেকে ধসের জেরে রামপুর এবং কিন্নৌরের মধ্যবর্তী ঝাকরিতে হিন্দুস্তান-তিব্বত সড়ক, জাতীয় মহাসড়ক-৫ অবরুদ্ধ হয়ে পড়ে। বন্যা পরিস্থিতিতে জলে তোড়ে যানবাহন ভেসে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। শতদ্রু নদীর জলও বইছে বিপদসীমার উপর দিয়ে। স্থানীয়রা দাবি করেছেন যে মেঘ ভাঙা বৃষ্টির জেরেই এই ঘটনা ঘটেছে। পাশাপাশি প্রশাসনও দাবি করেছে যে ভারী বৃষ্টিপাতই এর কারণ।
স্থানীয় আবহাওয়া কেন্দ্র ২৭ এবং ২৮ মে ১২টি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের জন্য 'হলুদ' সতর্কতা জারি করেছে।