কলকাতা : বিজেপি-বিরোধী জোটে তাঁর অবস্থান নিয়ে রাজনৈতিক চর্চা চলছেই। এমনকী এরাজ্যে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রায়' পদে পদে বাধার অভিযোগ উঠছে। 'আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য় করার জন্য়', গতকালই এই মন্তব্য করে সেই বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী, অন্তত এমনই মনে করছে রাজনৈতিক মহল। এই আবহে এবার বিজেপি-বিরোধী জোটের অন্যতম শরিক তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার অন্যতম মুখ হেমন্ত সোরেনকে এনফোর্সমেন্টে ডিরেক্টরেটের গ্রেফতারির প্রতিবাদে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রী লিখলেন, 'হেমন্ত সোরেনকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার আমি কঠোরভাবে নিন্দা করছি। হেমন্ত সোরেন একজন অত্যন্ত শক্তিশালী আদিবাসী নেতা। এটি একটি জনপ্রিয়, নির্বাচিত সরকারকে অপদস্থ করার ষড়যন্ত্র। প্রতিহিংসা পরায়ণ বিজেপি তাদের ধামা-ধরা কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে এই কাজ করাচ্ছে। হেমন্ত সোরেন আমার ঘনিষ্ঠ বন্ধু। গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এই ঘটনায় আমি সর্বতোভাবে তাঁর পাশে আছি। ঝাড়খণ্ডের প্রতিবাদী মানুষরা নিশ্চিত এর বিরুদ্ধে দাঁড়াবেন এবং এই কঠিন যুদ্ধে জয়ী হবেন।'
হেমন্ত সোরেনের গ্রেফতারি-
লোকসভা নির্বাচনের মুখে মোদি বিরোধী 'INDIA' জোটের একের পর এক শরিক দলের প্রধান কিংবা তাঁদের ছেলে-নাতিদের লাগাতার জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ED। এরইমধ্য়ে বড়সড় পদক্ষেপ করেছে তারা। 'INDIA' জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান মুখ এবং ঝাড়খণ্ডের সদ্য় প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ED। গ্রেফতারের ঠিক আগের মুহূর্তে রাজভবনে গিয়ে মুখ্য়মন্ত্রী পদে ইস্তফা দেন শিবু সোরেন পুত্র হেমন্ত। জমি দুর্নীতিতে জড়িত অভিযোগে লোকসভা ভোটের মুখে তাঁকে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি। এ বছরই ঝাড়খণ্ডে বিধানসভা ভোটও। তার ঠিক আগেই ঝাড়খণ্ডে মোদি বিরোধী জোটের প্রধান মুখ এবং শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ED।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে