নয়াদিল্লি: বলিউডের অভিনেত্রী তথা মডেল হ্যাজল কিচকে (Hazel Keech) বিয়ে করেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। তাঁদের দুটি ফুটফুটে সন্তানও রয়েছে। তবে হ্যাজলের আগেও যুবরাজের জীবনে এসেছে বলিউডের আরও চার নায়িকা। যাঁদের সঙ্গে যুবরাজের প্রেম নিয়ে এক সময় সরগরম ছিল বি টাউন ও খেলার মাঠ।
যুবরাজের সবচেয়ে বিখ্যাত প্রেমিকার নাম সম্ভবত দীপিকা পাডুকোন (Deepika Padukone)। যিনি আবার কিংবদন্তি ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাডুকোনের (Prakash Padukone) কন্যা। যুবরাজ একবার জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর এক কমন ফ্রেন্ডের মাধ্যমে দীপিকার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। একে অপরকে পছন্দ করতেও শুরু করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই সম্পর্ক দানা বাঁধেনি।
এখন কিংবদন্তি টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজের স্ত্রী কিম শর্মা। তবে এক সময় যুবির সঙ্গেও সম্পর্ক ছিল মহব্বতের নায়িকার। প্রায় ৪ বছর দুজনের সম্পর্ক ছিল। শোনা যায়, দুই পরিবারের আপত্তিতে যুবরাজ-কিমের সম্পর্ক ভেঙে যায়।
মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেনের সঙ্গেও ডেট করেছেন যুবরাজ। একটা পার্টিতে দুজনের আলাপ হয়। তারপর প্রেম। যদিও খুব স্বল্প সময়ের সম্পর্ক ছিল সেটা।
সাল ২০১৪। সোফি চৌধুরীর জন্মদিনের পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল নেহা ধূপিয়া ও যুবরাজকে। তখন থেকেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন। প্রেম না টিকলেও নেহার সঙ্গে বন্ধুত্ব রয়ে গিয়েছে যুবির। যা বেশ ব্যতিক্রমী। দুজনকেই কখনও কারও বিরুদ্ধে কিছু বলতে শোনা যায়নি। এমনকী, ঘনিষ্ঠমহলেও কখনও উষ্মা প্রকাশ করতে দেখা যায়নি দুই ক্ষেত্রের দুই তারকাকে। পরে বিষাণ সিংহ বেদীর পুত্রবধূ হন নেহা। অঙ্গদ বেদীর সঙ্গে বিয়ে হয় তাঁর। যুবরাজের বিয়েতেও গিয়েছিলেন নেহা।
আরও পড়ুন: কনকাশন সাব নিয়মের অপব্যবহার, বিস্ফোরক অভিযোগে শোরগোল পড়তে পারে ঘরোয়া ক্রিকেটে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে