নয়াদিল্লি: ভিসা ছাড়া পৃথিবীর ৫৮টি দেশে যেতে পারবেন ভারতীয়রা। Henley Passport Index-এ ভারতের পাসপোর্ট ৮২তম স্থান অধিকার করল। International Air Transport Association (IATA)-র থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে এই সূচক তৈরি হয়। কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী, তা-ও বোঝা যায় এই সূচক থেকেই। এই মুহূর্তে সেনেগল, তাজিকিস্তানের সঙ্গে ৮২তম স্থানে রয়েছে ভারত। (Henley Passport Index 2024)


এবছর যে সূচক প্রকাশিত হয়েছে, তাতে একেবারে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে গন্য হয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। ওই পাসপোর্ট নিয়ে পৃথিবীর ১৯৫টি দেশে বিনা ভিসায় যাতায়াত করা যায়। দ্বিতীয় স্থানে রয়েছে পাঁচটি দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং স্পেন। ১৯২টি দেশে তাদের পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় প্রবেশ করা যায়। (Most Powerful Passport)


তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইডেন। তাদের পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় ১৯১টি দেশে প্রবেশ সম্ভব। চতুর্থ স্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইৎজারল্যান্ড, ব্রিটেন। ১৯০ টি দেশে বিনা ভিসায় প্রবেশের অনুমতি রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে, অস্ট্রেলিয়া, পর্তুগাল। তাদের পাসপোর্ট নিয়ে ১৮৯টি দেশে বিনা ভিসায় প্রবেশ করা যাবে। 


আরও পড়ুন: Mamata Banerjee: প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতের জন্য সময় চাইল মুখ্যমন্ত্রীর সচিবালয়


ভিসা সূচকে পতন হয়েছে আমেরিকার। তারা অষ্টম স্থানে রয়েছে। তাদের ভিসা নিয়ে ১৮৬টি দেশে বিনা ভিসায় প্রবেশ সম্ভব। ভারতের পড়শি দেশ ভুটান তালিকায় ৮৭তম স্থানে রয়েছে, ৫২টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব।  ৫৪টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব মায়ানমারের পাসপোর্ট নিয়ে। তারা ৯২তম স্থানে রয়েছে। ৯৩তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পাসপোর্টে ৪৪টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব। ৯৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। বিনা ভিসায় ৪০টি দেশে ঢোকা যায় তাদের পাসপোর্ট নিয়ে।


৯৮তম স্থানে রয়েছে নেপাল। ৩৯ দেশ বিনা ভিসায় যাওয়া সম্ভব তাদের পাসপোর্টে। পাকিস্তান ১০০তম, আফগানিস্তান ১০৩তম স্থান রয়েছে। পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ২২ এবং আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ২৬টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব। চিন ৫৯তম স্থানে রয়েছে। তাদের ভিসায় পৃথিবীর ৮৫টি দেশে বিনা ভিসায় যাওয়া সম্ভব। প্রায় দু'দশক ধরে Henley Passport Index পৃথিবীর ২২৭টি দেশের বৈশ্বিক স্বাধীনতার উপর নজরদারি চালাচ্ছে।