সৌভিক মজুমদার , কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) ডাকা বিজেপি (BJP) নেতাদের বাড়ি ঘেরাও ( Gherao ) কর্মসূচি বাতিল করল হাইকোর্ট ( High Court ) । ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। গত ২১ জুলাই  ( 21 July ) , শহিদ দিবসের ( Sahid Diwas ) মঞ্চ থেকে বিজেপি ( BJP ) নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। এই কর্মসূচির বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )। সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম, তাঁর পর্যবেক্ষণে বলেন, দাায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত।     



'সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে'


'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আপনারা কী পদক্ষেপ করেছেন?' রাজ্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। 'কেউ যদি বলে যে কোথাও কোন বোমা রাখা আছে তাহলে কি পুলিশ পদক্ষেপ করবে না? রাজ্য সাধারণ মানুষকে নিয়ে চিন্তিত নয়, এটা খুব উদ্বেগজনক পরিস্থিতি। সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে। দায়িত্বশীল সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের মন্তব্য অনভিপ্রেত', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।  

'২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে'


এই মামলা চলাকালীন প্রধান বিচারপতি আরও বলেন, '২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে, আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সাড়ে ১১টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছি। আইনজীবীরা আসতে পারেননি, আদালতের কর্মীরা ট্রেন ধরতে পারেননি'। 

'২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?' বিচারপতির প্রশ্ন


তখন অভিষেকের আইনজীবীর সওয়াল করেন, সাধারণ মানুষের অসুবিধা হবে না। প্রধান বিচারপতি তাঁকে পাল্টা প্রশ্ন করেন, 'সেটা কে নিশ্চিত করবে? ২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?' এরপর আর মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে রাজি হননি প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ১০ দিনের মধ্যে সব পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দেন। আপাতত সবার নজর ৫ অগাস্টের দিকে।                           

আরও পড়ুন :


'ডবল ইঞ্জিন এরোপ্লেনের ব্যবস্থা করতে কেন্দ্রকে বলুন' বিজেপি বিধায়কদের বললেন মুখ্যমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial