সিমলাঃ জনাসাতেক পর্যটকের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য হিমাচল প্রদেশের অটল টানেলে দারুণ ভাবে বিপর্যস্ত হল যান চলাচল। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে সন্ধ্যা নাগাদ ওই সাত পর্যটক আচমকাই টানেলের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে জোরে গান চালিয়ে নাচ শুরু করেন, যার ফলে দুদিক থেকে গাড়ি যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওই সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
হিমাচল প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, স্রেফ মজা করার জন্যই ওই সাতজন অটল টানেলে মিউজিক বাজিয়ে নাচানাচি করছিলেন। তাঁদের সকলের পরিচয় পুলিশ জেনেছে। ঋষক গুপ্ত (১৯), শিভব সিঙ্গাল (১৯), ঋত্বিক গোয়েল(২০), হরপ্রীত সিংহ (১২), শরমন সিংহ (২৫) এবং তাঁদের গাড়িচালক সন্দীপ (৩৭) দিল্লির বাসিন্দা। তাঁরাই অটল টানেলকে উদ্দাম নাচের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন। তাঁদের এই দায়িত্বজ্ঞানহীন, অবিবেচকের মতো কাজের জন্য টানেলে দীর্ঘ সময় জুড়ে বহু গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়। দুই লেনেই গাড়ি চলাচল কার্যত বন্ধই হয়ে যায়।
কুলুর পুলিশ সুপার গৌরব সিংহ এই ঘটনা সম্পর্কে বলেছেন, কয়েক জন পর্যটকের দায়িত্বজ্ঞানহীন আচরণ ট্র্যাফিক আইন লঙ্ঘনের সামিল। টানেলের ভিতরে এই ধরনের আচরণ মোটেই বরদাস্ত করা হবে না। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, ওই সাতজন পর্যটকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এবং ভিডিয়ো ফুটেজের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি অফিসারের দেওয়া বৈধ নির্দেশ অগ্রাহ্য করা), করোনাভাইরাস অতিমারির পরিপ্রেক্ষিতে ২৭০ (জীবনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ার মতো রোগ সংক্রমণের মতো বেপরোয়া আচরণ করা) ধারায় মামলা রুজু করা হয়েছে।