হুগলি: সারাবছর শান্ত থাকা ব্যান্ডেল কারশেডের পাশের বিশাল ঝিল। শীত পড়লেই কিচিরমিচির শব্দে ভরে ওঠে ঝিলের পাশের রেল লাইন। ট্রেনের শব্দকেও ছাপিয়ে যায় পাখীর কলতান। প্রতিবছরই এই ঝিলে আসেন বহু মানুষ। করোনা আবহেও তার অন্যথা হল না। শীত পড়তেই ভিড় জমালেন সাধারণ মানুষ।
প্রতিবছরই অল্পবিস্তর পরিযায়ীর দল ভিড় জমায় এই ঝিলে। তবে এবারে ভালো ঠান্ডা পড়ায় ঝাঁকে ঝাঁকে পরিযায়ীর দল এসেছে ঝিলে। পরিযায়ী পাখির দল ঝাঁক বেঁধে যখন ঝিলে নেমে আসে আবার দল বেঁধে উড়তে থাকে ঝিলের উপর ঝিল পাড়ে দাঁড়িয়ে দেখতে খুব সুন্দর লাগে। আর এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে ব্যান্ডেল ঝিল পাড়ে ভিড় জমাচ্ছেন দূর দূর থেকে আসা মানুষজন।
ঝিলের পাড়ে কান পাতলেই শোনা যায় লেসার হুইসলিংয়ের ডাক মূলত খাবারের সন্ধানে এরা ঠিকানা বদল করে। সারাদিন ঝিলের জলে আর কচুরিপানার মধ্যে কাটালেও সন্ধে হতেই পাশের বাগানে গাছ গুলোতে আশ্রয় নেয় তারা। সকাল হতেই আবার কিচিরমিচির শব্দে ভরিয়ে তোলে এলাকা। শীত কমলে ফাঁকা হয়ে যায় ঝিল। কোথা থেকে আসে আর কোথায় যে যায় তা নিয়ে অবশ্য মাথাব্যথা নেই স্থানীয় বাসিন্দাদের। কেউ যাতে পাখীদের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে সজাগ থাকেন তারা। আর অপেক্ষা থাকে শীতকালের।
শীত পড়তেই শুরু কলতান, ব্যান্ডেলের ঝিলে অতিথি পরিযায়ীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2020 04:47 PM (IST)
প্রতিবছরই অল্পবিস্তর পরিযায়ীর দল ভিড় জমায় এই ঝিলে। তবে এবারে ভালো ঠান্ডা পড়ায় ঝাঁকে ঝাঁকে পরিযায়ীর দল এসেছে ঝিলে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -