নয়াদিল্লি: অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন ঘিরে উৎসাহের পারদ চড়ছেই। তার আঁচ এবার এসে পড়ল রাজধানী দিল্লিতেও। সেখানে এবার 'বাবর রোডে'র নয়া নামকরণের হিড়িক চোখে পড়ল। দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠন 'হিন্দু সেনা' শনিবার সকালে রাস্তায় নামে। 'বাবর রোড' লেখা সাইনবোর্ডের উপর 'অযোধ্যা মার্গ' লেখা স্টিকার সেঁটে দেয় তারা। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে গোটা বিষয়টি। পরে যদিও সাইনবোর্ড থেকে 'অযোধ্যা মার্গ' লেখা স্টিকার তুলে নেওয়া হয়। (Babar Road Defaced)
সংবাদ সংস্থা ANI বিষয়টি সামনে এনেছে। যে ভিডিও সামনে আনা হয়েছে, তাতে দেখা গিয়েছে, সবুজ সাইনবোর্ডের উপর সাদা রংয়ে 'বাবর রোড' লেখা রয়েছে। তার উপর গেরুয়া রংয়ের স্টিকার বসানো হয়েছে, যাতে হিন্দি এবং ইংরেজিতে 'অযোধ্যা মার্গ' লেখা রয়েছে। স্টিকারের নিচে 'হিন্দু সেনা'র উল্লেখও রয়েছে। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর কিছু ক্ষণ পর রাস্তার নাম লেখা সাইনবোর্ডের উপর থেকে ওই স্টিকার খুলে ফেলা হয়। (Ayodhya Marg)
'হিন্দু সেনা'র সভাপতি বিষ্ণু গুপ্তও রাস্তার সাইনবোর্ডের উপর লেখা 'অযোধ্যা মার্গ' লেখা স্টিকারের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, দীর্ঘ দিন ধরে দিল্লির 'বাবর রোডে'র নাম পাল্টে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত তাঁদের সেই দাবি মানা হয়নি। তাই ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে যখন চরম তৎপরতা, সেই আবহে নতুন করে নিজেদের দাবি নিয়ে সরব হয়েছেন তাঁরা। 'বাবর রোড'-এর নাম 'অযোধ্যা মার্গ' করার দাবি জানাচ্ছেন।'
বিষ্ণু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর থেকে উত্তর দিল্লি পৌরসভা, একাধিক বার নিজেদের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তাঁরা। বাবরের নামে রাস্তার নাম না রেখে 'নিজেদের মহান কোনও ব্যক্তির' নামে রাস্তার নামকরণের দাবি জানান। আজ পর্যন্ত তাঁদের সেই দাবি মানা হয়নি। 'বাবর রোডে'র নামকরণের সপক্ষে বিষ্ণুর যুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় বাবরের মসজিদই যখন রইল না, দিল্লিতে 'বাবর রোড' রেখে আখেরে কী লাভ? ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বিষ্ণু বলেন, "এই রাস্তা দেখলে আজও মনে হয়, বাবরের জমানাতেই বোধহয় রয়েছি আমরা। এই রাস্তার নাম পাল্টে অযোধ্যা মার্গ করে দেওয়া উচিত।"
এর আগে, ২০২২ সালেও 'হিন্দু সেনা' 'বাবর রোডে'র নাম পরিবর্তনের দাবি তুলেছিল। এই মুহূর্তে অযোধ্যায় যখন 'রামলালা' অর্থাৎ রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার তোড়জোড় শুরু হয়েছে আবারও নিজেদের দাবি নিয়ে সরব হল তারা।