কলকাতা: অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের কাউন্টডাউন শুরু। রামলালার (Ramlalla) প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ অগ্নিকুণ্ড হবে। শুরু হবে অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে হবে পুজো। ইতিমধ্যেই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে। চলছে রামায়ন পাঠ। এদিকে, রাম মন্দির উদ্বোধনের আগেই সক্রিয় অনলাইন প্রতারণা চক্র।
কী অভিযোগ উঠছে?
অভিযোগ, ভুয়ো QR কোড পাঠিয়ে ভক্তদের কাছ থেকে রাম মন্দিরের নামে আর্থিক অনুদান চাওয়া হচ্ছে। কখনও সাধারণের মধ্যে বিনামূল্যে ভোগ বিতরণের জন্য চাওয়া হচ্ছে টাকা। রাম মন্দিরে ঢোকার VIP পাস বা এন্ট্রি পাসের নামেও চলছে টাকা তোলা। এর জন্য অযোধ্যার রাম মন্দিরের নামে প্রতারকরা ভুয়ো ওয়েবসাইটও তৈরি করে ফেলেছে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। একইসঙ্গে সাধারণ মানুষকেও এই নতুন প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
এদিকে, উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে।
আরও পড়ুন, রাম মন্দিরের প্রসাদ পাওয়া যাচ্ছে অ্যামাজনেও! এ কী সত্যি?
অন্যদিকে, এই অনলাইন প্রতারণার মধ্যেই প্রাণ প্রতিষ্ঠার আগে রাম লালার মূর্তি ভাইরাল হওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তাঁর দাবি, প্রাণ প্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ উন্মোচিত করা হবে না। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে। তা আসল নয় দাবি করেছেন প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। কীভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হল, তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে