কলকাতা: ফের কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ (Anti India grafitti in Canada)। এবার টার্গেট হিন্দু মন্দির। কানাডার এডমন্টনে রয়েছে BAPS স্বামীনারায়ণ মন্দির (BAPS Swaminarayan Temple), সারা বিশ্বেই যার পরিচিতি রয়েছে। এবার সেই মন্দিরই টার্গেট। কানাডার হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, সকালে এই মন্দিরের গায়ে ভারত-বিরোধী স্লোগান লিখে দেওয়া হয়েছে। কানাডার ভারতীয় বংশোদ্ভুত সাংসদ চন্দ্র আর্য (Chandra Arya)-কে টার্গেট করা হয়েছে মন্দিরের গায়ে লেখা ওই স্লোগানে- অভিযোগ হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের। X হ্যান্ডেল তার একটি ছবিও শেয়ার করেছে ওই সংগঠন।


ওই পোস্টে সংস্থার তরফে লেখা রয়েছে, 'কানাডার এডমন্টনের স্বামীনারায়ণ মন্দির এবার ভারত বিরোধীদের আক্রমণে। ভোরে মন্দিরের গায়ে গ্রাফিতি আঁকা হয়েছে। যেখানে কানাডা হাউস অফ কমন্সের অল্প কিছু হিন্দু সদস্যের অন্যতম চন্দ্র আর্যকে নিশানা করা হয়েছে।'- এমন আক্রমণ পরপর হচ্ছে বলে অভিযোগ করে বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে ওই সংগঠন। খালিস্তান-সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। 


 






বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কানাডার ভারতীয় বংশোদ্বুত সাংসদ চন্দ্র আর্য (Canada MP Chandra Ayra)। X হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'ফের কানাডার এডমন্টনের BAPS স্বামী নারায়ণ মন্দিরে হামলা হয়েছে। গত কয়েকবছর ধরে গ্রেটার টরন্টো এলাকা, ব্রিটিশ কলম্বিয়া এলাকা এবং কানাডার আরও জায়গায় হিন্দু মন্দিরকে নিশানা করা হচ্ছে ঘৃণার কথা লিখে।' 


 






কানাডার সংসদের সদস্য চন্দ্র আর্য বারবার বহুমাত্রিক সংস্কৃতির কথা বলেছেন। কানাডায় 'চরমপন্থী খালিস্তানি'-দের বাড়বাড়ন্ত নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, বারবার এমন ধরনের কাজ করেও পার পেয়ে যান খালিস্তানি চরমপন্থীরা। ফের কানাডায় থাকা হিন্দু জনগোষ্ঠীর সুরক্ষার দাবি করেছেন তিনি। বারবার হামলার ঘটনায় কানাডায় বসবাসকারী সব ধর্মীয় গোষ্ঠীর সুরক্ষার দাবি করেছেন তিনি।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শ্রাবণ মাসে শিবের বর কাদের ভাগ্যে? কারা উঠবেন ফুলেফেঁপে