শ্রীনগর: ভারত সরকারকে নতুন হুমকি দিল হিজবুল মুজাহিদিন। জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের প্রথম বর্ষপূর্তির দিনকয়েক আগে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীটি উপত্যকার প্রশাসন, রাজনৈতিক নেতাদের স্পষ্ট জানিয়ে দিল, তারা যেন ভেবে না বসে যে, হিজবুল শেষ হয়ে গিয়েছে!
প্রসঙ্গত, ৩৭০ ধারা তুলে নিয়েই জম্মু ও কাশ্মীরের পৃথক রাজ্য়ের মর্যাদা ঘুচিয়ে তার বিভাজন ঘটিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। একটি জম্মু ও কাশ্মীর,অপরটি লাদাখ।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আলোড়ন ফেলা পদক্ষেপের পর জম্মু ও কাশ্মীরে অশান্তি মাথাচাড়া দিয়েছে। নিরাপত্তাবাহিনীর ওপর বারবার হামলা হচ্ছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন শীর্ষ হিজবুল জঙ্গি। তারপরও হুমকি দিচ্ছে তারা। এক ভিডিও বার্তায় তারা বলেছে, যে রাজনীতিকরা কেন্দ্রকে সমর্থন করে কাশ্মীরে এই দানবীয় আইন কার্যকর করেছে, তারা লজ্জায় মুখ ঢাকতে পারছে না, কেননা তাদেরই আটক করা হয়েছে। ভারত যেন না ভাবে যে, মুজাহিদরা নেই।
গত সপ্তাহেই উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ সহ নিরাপত্তাবাহিনীর হাতে কাশ্মীরের বদগাঁওয়ের তিন সন্ত্রাসবাদী সহযোগী গ্রেফতার হয়েছে। মেহরাজ উদ-দিন কুমার, তাহির কুমার (দুজনেই পাখেরপোরার বাসিন্দা) ও তিলসারাহর বাসিন্দা সাহিল হুরা হিজবুল জঙ্গিদের আশ্রয় ও পরিকাঠামোগত সাহায্য দেওয়ায় যুক্ত ছিল। গত মাসে নিরাপত্তাবাহিনী বড় সাফল্য পায় শীর্ষ হিজবুল কম্যান্ডার মাসুদকে খতম করে। পুলিশও দক্ষিণ কাশ্মীরের ডোডা জেলাকে জঙ্গিমুক্ত ঘোষণা করে। গত জুনের শুরুতে ১৭ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কিস্তোয়ারের ছিচ্ছা জঙ্গল এলাকায় একটি গুহার সন্ধান পায় , যেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মুজাহিদরা শেষ হয়ে গিয়েছে, ভারত যেন না ভাবে, ৩৭০ অবলুপ্তির বর্ষপূর্তির প্রাক্কালে ভারতকে হুঁশিয়ারি হিজবুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2020 08:38 PM (IST)
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আলোড়ন ফেলা পদক্ষেপের পর জম্মু ও কাশ্মীরে অশান্তি মাথাচাড়া দিয়েছে। নিরাপত্তাবাহিনীর ওপর বারবার হামলা হচ্ছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন শীর্ষ হিজবুল জঙ্গি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -