সন্ত্রাসবাদ সমর্থনকারী দেশগুলিকে কাঠগড়ায় তুলতে হবে, নাম না করে ব্রিকস সম্মেলনে পাকিস্তানকে নিশানা মোদির, সমর্থন পুতিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Nov 2020 08:40 PM (IST)
সামিটে পৌরহিত্য় করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদি বলেন, বহুপক্ষবাদ বা মাল্টিলেটারালিজম সঙ্কটে পড়েছে। দীর্ঘদিন সময়ের সঙ্গে নিজেদের বদলায়নি বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে নিয়েও প্রশ্ন উঠছে, তারা ৭৫ বছরের পুরানো মানসিকতাতেই আটকে রয়েছে।
নয়াদিল্লি: সন্ত্রাসবাদীদের সাহায্য, মদত দেওয়া দেশগুলিকে কাঠগড়ায় তুলতে, দোষী সাব্যস্ত করতে হবে বলে অভিমত জানালেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সওয়াল, বর্তমানে বিশ্ব সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন, তা হল সন্ত্রাসবাদ। ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার জোট (ব্রিকস) এর ভার্চুয়াল শীর্ষবৈঠকে তিনি বলেন, আমাদের এটা নিশ্চিত করতে হবে, যে দেশগুলি সন্ত্রাসবাদীদের সাহায্য করছে, তারা যাতে অপরাধে দোষী সাব্যস্ত হয় এবং এই সমস্যার মোকাবিলা করা হবে সংগঠিত কায়দায়। সূত্রের খবর, ব্রিকসভুক্ত দেশগুলি সন্ত্রাস দমনে নতুন কৌশল নিতে চলেছে। এই প্রেক্ষাপটেই কড়া ভাষায় সন্ত্রাসবাদের নিন্দার পাশাপাশি হিন্দিতে দেওয়া ভাষণে মোদি পাকিস্তানকে নাম না করেই ইঙ্গিত করে বলেন, সন্ত্রাসবাদই দুনিয়ার সবচেয়ে বড় বিপদ। যেসব দেশ সন্ত্রাসবাদ সমর্থন করছে, মদত দিচ্ছে, তাদের দোষী সাব্যস্ত করা উচিত। সামিটে পৌরহিত্য় করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদি বলেন, বহুপক্ষবাদ বা মাল্টিলেটারালিজম সঙ্কটে পড়েছে। দীর্ঘদিন সময়ের সঙ্গে নিজেদের বদলায়নি বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে নিয়েও প্রশ্ন উঠছে, তারা ৭৫ বছরের পুরানো মানসিকতাতেই আটকে রয়েছে। ব্রিকস সন্ত্রাসবাদ দমন কৌশল চূড়ান্ত হওয়াকে বড় ব্যাপার আখ্যা দিয়ে সামনের বছর ব্রিকসের পৌরহিত্যকারী দেশ হিসাবে ভারত তাকে এগিয়ে নিয়ে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। ব্রিকসের কৌশল অনুসারে সদস্য দেশগুলি একই ধরনের ব্যবস্থা নিতে পারবে, রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য মঞ্চে আরও গভীর সমন্বয় রেখে চলবে, রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসদমন কৌশল রূপায়ণে পদক্ষেপ করবে। পুতিন মোদির সন্ত্রাসবাদ সংক্রান্ত মন্তব্য সমর্থন করে বলেন, কিছু দেশ যেন ‘একই পরিবারের কুসন্তানে’র মতো আচরণ করছে, সন্ত্রাসবাদ ও কোভিড-১৯ অতিমারীর মতো সমস্যা মোকাবিলায় বিশ্ব কোনও আত্মতুষ্টি দেখাতে পারে না। মোদি বলেন, ভূকৌশলগত বদল ঘটে চলেছে দুনিয়াব্যাপী। এতে সুরক্ষা, স্থিতিশীলতা, উন্নয়নের ওপর প্রভাব পড়বে। এইসব সমস্যা মোকাবিলায় ব্রিকস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্রিকস দেশগুলি কোভিড-১৯ পরবর্তী আর্থিক পুনরুজ্জীবনে বড় ভূমিকা পালন করবে, তাদের পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বড় সুযোগ আছে বলেও জানান মোদি। প্রসঙ্গত, বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ ব্রিকস দেশগুলির। তিনি দাবি করেন, কোভিড-১৯ পরবর্তী অর্থনীতির বৃদ্ধিতে বড় শক্তি হতে পারে দেশের আত্মনির্ভর ভারত উদ্যোগ, বিশ্বব্যাপী সাপ্লাই চেনে অবদান রাখতে পারে।