কলকাতা: আজ রঙের উত্সব। তবে করোনা আবহে দোল খেলা নিয়ে দোলাচলে রাজ্যবাসী। রঙের উত্সব এবার অনেকটাই ফিকে। এই মার্চেই গত বছর থেকে দেশ বাড়েত শুরু করছিল করোনা সংক্রমণ। করোনার বর্ষপূর্তিতে আজ দোল উৎসব। এই রাজ্যে তো বটেই দেশ এমনকী বিশ্বের নান প্রান্তের মানুষ মেতে উঠেছেন বসন্তের রঙে। চলতি বছর আরও বেড়েছে সংক্রমণ। কিন্তু সচেতনতা কতটা আছে, তা নিয়ে প্রশ্ন থাকছে। মাস্ক পরার চলও কমতে শুরু করেছে।
এই আবহে ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের অশনি সঙ্কেতের কথা বলছেন চিকিৎসকদের একাংশ। করোনাকালে দোল বা হোলি খেলায় আছে একাধিক বিধি নিষেধ। কিন্তু রঙের উৎসবও যে একবার। তাই করোনাকালে সব বিধি মেনেই রঙের উৎসবে মেতেছেন দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই প্রকাশ্যে দোল খেলা নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় এবার দোল খেলা নিয়ে সংশয়ে উত্সবপ্রিয় মানুষ।
হোলিতে জনসাধারণ সতর্ক থাকার বার্তা দিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। করোনা কালের দোল খেলার আগে শেষ মুহূর্তে জেনে নিন নানা নিয়ম। নির্দেশিকায় বলা হয়েছে-
- রং বা আবীর মাখানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় থাকুক।
- রঙ খেলার জন্য কোনও জমায়েত বা শোভাযাত্রা নয়। পারিবারিক গণ্ডিতেই সীমাবদ্ধ থাকুক রঙ খেলা।
- উৎসবের দিন ভিড় এড়িয়ে যাওয়াই ভাল।
- বৃদ্ধ, শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের ভিড় থেকে দূরে রাখুন।
- বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরুন।
- বারবার সাবান, স্যানিটাইজার দিয়ে হাত ধুতে থাকুন।
এদিকে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫৫২ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লক্ষ ৭১ হাজার ৬২৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১২ লক্ষ ৯৫ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯১। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৭১৪ । যা চলতি বছরে একদিনে এখনও অবধি সর্বাধিক। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ২৫৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭৩৯ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৩০ হাজার ৩৮৬ জন।