নয়াদিল্লি: পুরভোটের আগে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বৈঠক। রাজ্যপাল হওয়ার পর এই প্রথমবার বৈঠকে বসছেন ধনকড় ও অমিত শাহ।

আজ এ নিয়ে ট্যুইট করেছেন রাজ্যপাল। লিখেছেন, দুপুর পৌনে ৩ টের সময় অমিত শাহর সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক হবে। শাহকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য এই বৈঠক। গত বছরের আনুষ্ঠানিক সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটি তাঁর প্রথম বৈঠক।