কলকাতা: আজও সকাল থেকে বেশ কয়েকটি জেলায় চলছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা।


তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবারও দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ ও কাল বৃষ্টিপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা ও চণ্ডীগড়ে। উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ় ও ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা। ওড়িশাতেও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।