দিল্লি, জয়পুর, মুম্বই এর মতো বড় শহরগুলি থেকে শ্রমিকরা হেঁটেই রওনা দিচ্ছেন নিজের রাজ্যের দিকে। গা ঢাকা দিয়ে পণ্য পরিবহনকারী ট্রাকের মধ্যেও রাজ্যের সীমা পার করছেন তাঁরা। এমন খবর প্রায়ই সামনে আসছে। টানা ২১ দিনের লকডাউনের জেরে শহরে রুটিরুজি বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে ফিরতে চাইছেন তাঁরা। ফলে তাঁদের একাধিক ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা থেকেই যায়। এই পরিস্থিতিতে বাড়ছে গোষ্ঠী সংক্রমণের আশ্ঙ্কা। সেই কারণেই রাজ্য সরকার গুলিকে এই নির্দেশ দিল কেন্দ্র।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, এই শ্রমিকদের যেন রাজ্য সরকারের তরফে খাবার, জল ইত্যাদি দেওয়া হয়, যাতে তাঁরা অন্য কোনও রাজ্যে না যায়। সেই সঙ্গে ত্রাণ শিবির তৈরির নির্দেশও দিয়েছে মন্ত্রক।
জানা গেছে, দিল্লি থেকে শ্রমিকরা স্ত্রী-সন্তান নিয়ে পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার দূরত্ব পেরিয়ে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় পৌঁছনোর চেষ্টা করছেন। এবিপি নিউজের খবর তুলে ধরে রাহুল গাঁধী বলেন, আরও সমবেদনার সঙ্গে চিন্তাভাবনা করতে হবে।
সম্প্রতি তেলঙ্গানা থেকে রাজস্থান ফেরার সময় ৩০০ শ্রমিককে আটক করে মহারাষ্ট্র পুলিশ। চেন্নাই থেকে আসা কয়েকটি শ্রমিক দলকেও অন্ধ্রপ্রদেশের সীমানা থেকে পুলিশ ফিরিয়ে দেয়।