ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ছিলেন বুমরাহ। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে সিরিজটাই বাতিল হয়ে গিয়েছে। ধর্মশালায় প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যায়। পরের দু’টি ম্যাচ আর হয়নি। ফলে এখন বিশ্রামে ভারতীয় ক্রিকেটাররা। বুমরাহর সতীর্থরাও নানা ধরনের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন। লকডাউনের জেরে ঘরবন্দি, বাগান করছেন বুমরাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Mar 2020 05:47 PM (IST)
বুমরাহর সতীর্থরাও নানা ধরনের কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন।
মুম্বই: করোনা ভাইরাসের জেরে বন্ধ সব খেলা। দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। সবাই ঘরবন্দি। এই অবস্থায় সময় কাটানোর জন্য শখের বাগান করছেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। তিনি নিজেই ট্যুইট করে এই খবর জানিয়েছেন। নিজের বাগান করার ছবিও পোস্ট করেছেন এই পেসার।