অনেকেই বাড়ির অনেক দূরে রয়েছেন। অত্যন্ত প্রয়োজনেও তাঁদের বাড়িতে ফেরার উপায় নেই। কারণ, সব ধরনের যাতায়াতই বন্ধ। এরইমধ্যে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁরা পায়ে হেঁটেই কয়েকশ মাইল পথ পেরিয়ে বাড়ি ফিরতে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।
ছত্তিশগঢ়ের মুরাকিম নামে এক যুবকের মা গত ২৫ মার্চ মারা গিয়েছেন। বারাণসীতে মুরাকিমের মায়ের মৃত্যু হয়। তখন মুরাকিম ছিলেন রায়পুরে। মায়ের মৃত্যু সংবাদ শোনার পরই দুই বন্ধু প্রবীণ ও বিবেককে সঙ্গে নিয়ে বারাণসীর উদ্দেশে রওনা দেন তিনি। মুরাকিম ও তাঁর দুই বন্ধু কোরিয়া জেলার বৈকুন্ঠপুরে পৌঁছন তিন দিনে।
মুরাকিমের এক বন্ধু বলেছেন, পথে তাঁদের লিফটও দিয়েছেন কয়েকজন। বৈকুন্ঠপুরের এক ওষুধের দোকানদার তাঁদের প্রচুর সাহায্য করেছেন।