নয়াদিল্লি : করোনা অতিমারীর প্রকোপ কাটতে না কাটতেই ফের এক ভাইরাসের (Virus) আতঙ্ক। এবার  H3N2 ভাইরাস। এর প্রকোপে হওয়া ইনফ্লুয়েঞ্জায় (Influenza) এবার মৃত্যু হল দুই জনের। মৃতদের মধ্যে একজন হরিয়ানার ও অপরজন কর্ণাটকের।


কর্ণাটকের যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি হাসানের বাসিন্দা। ৮২ বছর বয়স। দেশের মধ্যে তিনিই প্রথম H3N2 ভাইরাসের শিকার হলেন। গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় হীরে গৌড়াকে। পয়লা মার্চ তাঁর মৃত্যু হয়। তবে, তিনি ডায়াবেটিক ছিলেন এবং হাইপারটেনশনে ভুগছিলেন। 


এর মধ্যে দেশে প্রায় ৯০টি এরকম কেস পাওয়া গেছে। এর পাশাপাশি আট H1N1 ভাইরাসে আক্রান্তকে শনাক্ত করা গেছে। 


গত কয়েক মাস ধরেই দেশে ফ্লু-তে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এর অধিকাংশ সংক্রমণই H3N2 ভাইরাসের জেরে। যার পোশাকি নাম "হংকং ফ্লু" । দেশে অন্যান্য ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের থেকে এই ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি।


কী কী উপসর্গ থাকছে ?


এখনও পর্যন্ত H3N2 ও H1N1 ভাইরাস শনাক্ত করা গেছে ভারতে। উভয় ভাইরাসেরই কোভিডের মত উপসর্গ থাকছে। যে কোভিডে আক্রান্ত হয়ে দুনিয়েজুড়ে ৬৮ লক্ষর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অতিমারীর দুই বছর পর, এবার ক্রমবর্ধমান ফ্লু চিন্তা বাড়ছে। এক্ষেত্রে কাশি, জ্বর, ঠান্ডা লাগা ও শ্বাসকষ্ট, হাঁচির মত সমস্যাগুলি থাকছে। এমনকী কোনও কোনও রোগীর বমি বমি ভাব, গলা ও শরীরে যন্ত্রণাও দেখা দিচ্ছে। কেউ কেউ ডায়ারিয়াতেও আক্রান্ত হচ্ছেন। প্রায় এক সপ্তাহ এই উপসর্গগুলি থাকতে পারে। 


বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস মারাত্মক সংক্রামক। হাঁচি , কাশি বা আক্রান্তের সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা করোনা পরিস্থিতির সময় আমরা যেসব বিধি-নিষেধ মেনে চলতাম, সেরকমই মেনে চলতে বলছেন। নিয়মিত হাত ধোয়া বা মাস্ক পরার মত ব্যবস্থাগুলি। ইন্ডিয়ান কাউন্সিল ও মেডিক্যাল রিসার্চ আবেদন জানিয়েছে, হাঁচি-কাশির সময় সকলেই যেন নিজের নাক-মুখ ঢেকে রাখে। নাক বা চোখে হাত দেবেন না। জ্বর ও শরীরে যন্ত্রণা থাকলে প্যারাসিটামল খেতে বলা হয়েছে।


তবে, প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ খাওয়ার চল রয়েছে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল গোত্রের ওষুধ। সব ওষুধ সব রোগের চিকিৎসায় লাগে না। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেলে তাতে বিপদ বাড়বে। তাই যে কোনও সমস্যা নিজে থেকে ওষুধ না খাওয়ার জন্য বারবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 


আরও পড়ুন ; কোভিডের পরে এ বার হংকং ফ্লু? কী উপসর্গ? সাবধান হবেন কীভাবে