লাহৌর: পাকিস্তানের পঞ্জাব প্রদেশের এক গ্রামে পিসিকে গুলি করে খুন করল ৯ বছরের ছেলে! লাহৌর থেকে প্রায় ২০০ কিমি দূরে সারগোদায় চক ১০৪-এসবি গ্রামের ঘটনাটি পরিবারের সম্মান রক্ষার্থে খুন বা অনার কিলিং বলে সন্দেহ পুলিশের। ছেলেটিকে তার বাড়ির লোকজনই পিসিকে মারতে তার ওপর গুলি চালাতে শিখিয়েছিল বলে পুলিশের দাবি। নিহত ৩০ বছরের মহিলা প্রায় ১০ বছর আগে পরিবারের অমতে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছিলেন। প্রথমে আপত্তি থাকলেও পরে বাড়ির মেয়ের এই বিয়ে মেনে নেয় পরিবারটি। দিনকয়েক আগে তিন সন্তানের মা ওই মহিলা পারিবারিক অনুষ্ঠান উপলক্ষ্যে মামাবাড়িতে এলে সবার সামনেই সেখানে তাঁকে গুলি করে ৯ বছরের ভাগ্নে। ঘটনাস্থলেই মহিলা মারা যান বলে জানিয়েছে পুলিশ। বলেছে, ঘটনার পরই পালিয়ে যায় কিশোর, তার পরিবারের লোকজন। জনৈক পুলিশ অফিসার বলেন, ছেলেটির বাবা তাকে বন্দুক চালাতে শিখিয়েছিল। পরিবারের লোকজনই ওকে পিসির ওপর গুলি চালাতে বলেছিল বলে মনে হয়। অপরাধে প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে তার বাবা, বাড়ির বাকিদের।
পাকিস্তানে পরিবারের সম্মানার্থে খুন হয় আকছারই। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ-এর তথ্য, প্রতি বছর হাজারের বেশি মেয়েকে পাকিস্তানকে মেরে ফেলা হয় পরিবারের ‘মান’ রক্ষার নামে। সমাজের চোখে গ্রহণযোগ্য না হওয়া সম্পর্কে জড়ানো, খোলামেলা পোশাক-আশাক পরা বা তথাকথিত অনৈতিক কাজকর্মে সামিল হওয়া-এগুলিকে পরিবারের মান-মর্যাদাহানিকর বলে ধরা হয়।
অনার কিলিং? পাকিস্তানের পঞ্জাবে পিসিকে গুলি করে খুন ৯ বছরের ছেলের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2020 07:27 PM (IST)
জনৈক পুলিশ অফিসার বলেন, ছেলেটির বাবা তাকে বন্দুক চালাতে শিখিয়েছিল। পরিবারের লোকজনই ওকে পিসির ওপর গুলি চালাতে বলেছিল বলে মনে হয়। অপরাধে প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত করা হয়েছে তার বাবা, বাড়ির বাকিদের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -