হুগলি: হুগলির দাদপুরের হেলদায় এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৩ পুলিশ কর্মীর। মৃত দেবশ্রী চট্টোপাধ্যায় রাজ্য সশস্ত্র পুলিশের ১২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে তিনি কর্মরত ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর দেহরক্ষী তাপস বর্মণ এবং গাড়ির চালক মনোজ সাহার। আজ সকালে সাড়ে ৬টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা তাঁদের মৃত বলে জানান। পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। দেবশ্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পুলিশ আধিকারিকের বাড়ি বেহালার পর্ণশ্রীতে। গাড়িতে কলকাতায় ফেরার সময়েই দুর্ঘটনা ঘটে।
হুগলির দাদপুরে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু এক অফিসার সহ ৩ পুলিশকর্মীর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Sep 2020 10:50 AM (IST)