কলকাতা: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া এবার ভবানীপুরে। মাধব চ্যাটার্জি লেনের এক ফ্ল্যাটে মৃত ভাইয়ের দেহ আগলে ঘরবন্দি ছিলেন দিদি। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে উদ্ধার হল বিকৃত মৃতদেহ।
গত কয়েকদিন ধরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলে জানিয়েছেন আবাসিকরা। তাঁরা ফ্ল্যাটে ঢুকতে চাইলেও মহিলা তাঁদের ঢুকতে দিতেন না বলে তাঁদের দাবি। দিদি এবং ভাই কেউই কোনও উপার্জন করতেন না, তাই কাউন্সিলর খাবারদাবার পাঠিয়েছেন বলে জোর করে ঘরে ঢোকেন স্থানীরা। এরপরই উদ্ধার হয় কয়েকদিনের পুরনো মৃতদেহ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
ভবানীপুরে মৃত ভাইয়ের দেহ আগলে ঘরবন্দি দিদি, দুর্গন্ধ, উদ্ধার বিকৃত লাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2020 08:59 AM (IST)
গত কয়েকদিন ধরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলে জানিয়েছেন আবাসিকরা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -