ফ্যান্সি মার্কেটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মেয়র
Web Desk, ABP Ananda | 30 Sep 2019 10:20 PM (IST)
শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান
কলকাতা: খিদিরপুরে ফ্যান্সি মার্কেটে ভয়াবহ আগুন। পাঁচতলার একটি রেস্তোরাঁয় আগুন। সেখানে একটি পোশাকের গুদামও ছিল। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ঘটনাস্থলে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডে বলে প্রাথমিক অনুমান। বাজার ফাঁকা করে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, দাহ্য পদার্থ থেকেই এই অগ্নিকাণ্ড। বন্ধ করা হয়েছে মার্কেটের সামনের রাস্তা। বড়সড় দুর্ঘটনা রুখতে তৎপর দমকলকর্মীরা। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। পুলিশকর্মীরা রাস্তা ফাঁকা করার কাজ চালাচ্ছেন। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'আগুন নিয়ন্ত্রণে। দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করছেন। শুধু রেস্তোরাঁয় ক্ষতি হয়েছে। এই বাজার ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক মানুষের রুটিরুজি জড়িয়ে রয়েছে। তবে মূল আগুন নিভে গিয়েছে। শুধু ধোঁয়া রয়েছে। '