হরিয়ানা বিধানসভা ভোটে খট্টারের বিরুদ্ধে লড়ছেন বিএসএফ থেকে বরখাস্ত তেজবাহাদুর
Web Desk, ABP Ananda | 30 Sep 2019 07:44 PM (IST)
তেজবাহাদুর শিরোনামে এসেছিলেন সীমান্ত রক্ষী বাহিনীতে জওয়ানদের খারাপ, নিম্মমানের খাবার পরিবেশনের অভিযোগ করে তার সমর্থনে একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। এ নিয়ে বাহিনীর শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে কর্তৃপক্ষ বরখাস্ত করে।
চন্ডীগড়: হরিয়ানা বিধানসভা ভোটে লড়ছেন তেজবাহাদুর যাদব। বিএসএফ থেকে বরখাস্ত হওয়া এই জওয়ান প্রার্থী হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের বিরুদ্ধে। ২১ অক্টোবর দেশের কয়েকটি রাজ্যের সঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হরিয়ানায়। রবিবার তেজবাহাদুর আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন আঞ্চলিক দল ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের দলছুট গোষ্ঠী জননায়ক জনতা পার্টিতে (জেজেপি), যার নেতৃত্ব দিচ্ছেন দুষ্যন্ত চৌতালা। সেদিনই কার্নাল বিধানসভা কেন্দ্রে খট্টারের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তেজবাহাদুর। বেকারিকে হরিয়ানার একটি বড় ইস্যু বলে দাবি করেন তিনি। তেজবাহাদুর শিরোনামে এসেছিলেন সীমান্ত রক্ষী বাহিনীতে জওয়ানদের খারাপ, নিম্মমানের খাবার পরিবেশনের অভিযোগ করে তার সমর্থনে একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট করে। এ নিয়ে বাহিনীর শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে কর্তৃপক্ষ বরখাস্ত করে। এ বছরের লোকসভা ভোটে বারাণসী সংসদীয় কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমাজবাদী পার্টির (সপা) প্রার্থী হিসাবে লড়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু তাঁর মনোনয়ন খারিজ করে নির্বাচন কমিশনই।