নয়াদিল্লি: বেড টি না পেলে ঘুম ভাঙে না অনেকেরই। কিন্তু ঘোড়ার মর্নিং-টি-প্রেমের কথা শুনেছেন? ইউকে-র মার্সিসাইড পুলিশের একটি ঘোড়া ১৫ বছর ধরে এই অভ্যেস চালিয়ে আসছে। জ্যাক নামের ওই ঘোড়াকে চা না দিলে কাজই শুরু করতে চায় না। প্রথম একজনের চায়ের কাপ থেকে চা চেখে দেখে ঘোড়াটি। তারপর থেকেই চায়ের নেশা ধরে তাকে। লিভারপুলে জ্যাক তার আস্তাবলে অপেক্ষা করে চায়ের কাপের জন্য। তারপর ধোঁয়া ওঠা কাপে চুমুক দিয়ে সতেজ হয়ে ওঠে। দেখুন তার চা খাওয়ার ভিডিও। লিকার চা নয়। রীতিমতো দুধ-চিনি দিয়ে তাকে চা করে দিতে হয়। জ্যাকের এই চা খাওয়ার ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ২ লাখেরও বেশ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সেখানকার এক পুলিশকর্মী জানিয়েছেন, জ্যাককে একটু বেশি চিনি দেওয়া চা দিলে বেশ খুশি হয়।