নয়াদিল্লি: রোমাঞ্চের খোঁজে গিয়ে মর্মান্তিক পরিণতি। ব্রাজিলে হট এয়ার বেলুনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। কমপক্ষে আটজনের মৃত্যুর খবর মিলছে। বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যে হট এয়ার বেলুনটিতে আগুন ধরে যায়, সেটিতে মোট ২১ জন সওয়ার ছিলেন। আগুন লেগে মাটিতে সব সুদ্ধ আছড়ে পড়ে হয় এয়ার বেলুনটি। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো। (Hot Air Balloon Fire)

ব্রাজিলের দক্ষিণে সান্টা ক্যাটারিনার প্রায়া গ্রান্দে শহরে এই দুর্ঘটনা ঘটেছে। পর্যটকদের নিয়ে হট এয়ার বেলুনটি সকাল সকাল আকাশে উড়েছিল। উড়তে উড়তে হঠাৎই আগুন ধরে যায় হট এয়ারটি বেলুনটি। এর পর আকাশ থেকে সব সুদ্ধ মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় আট জন মারা গিয়েছেন। ১৩ জন গুরুতর আহত। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। (Brazil Hot Air Balloon Accident)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে হট এয়ার বেলুনটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে। আকাশে উড়ন্ত অবস্থায় পুড়তে পুড়তে কালো হয় যায় বেলুনটি। এর পর তার একটি অংশ কার্যত খসে পড়ে। চোখের সামনে ওই দৃশ্য দেখে স্থানীয়দের চিৎকারও শোনা যায় ভিডিওটিতে। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর মিললেও, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

শহরের মেয়র হরহিনহো মেলো জানিয়েছেন, আট জনের মৃত্যুর হয়েছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দল। ১৩ জন আহত বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। আর কেউ ছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে। সময়ের সঙ্গে পর্যটকদের মধ্যে হট এয়ার বেলুনে চড়ার জিগির বেড়েছে। একদিকে রোমাঞ্চ, অন্য দিকে, উপর থেকে প্রকৃতির সৌন্দর্য দেখতে পাওয়ার ইচ্ছে, তার জেরেই প্রচুর মানুষ হট এয়ার বেলুনে ওঠেন। কিন্তু এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে বলে কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন মেয়র।

প্রায়া গ্রান্দে শহরটি হট এয়ার বেলুনের জন্যই বিখ্যাত। ব্রাজিলের দক্ষিণে এমন রোমাঞ্চের শখ রয়েছে অনেকেরই। পর্যটকরাও বাদ যান না। এমনকি ক্যাথলিক উৎসবেও হট এয়ার বেলুনে চেপে উদযাপনের চল রয়েছে।