মালদা: মালদার ইংরেজবাজারে পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ। মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির অন্যান্যরা পলাতক।

মৃতার নাম রূপালি বিবি। ইংরেজবাজার থানা এলাকার নতুন নঘরিয়া এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। মৃতার পরিবারের অভিযোগ, পণের দাবিতে শ্বশুরবাড়িতে রূপালির ওপর অত্যাচার চলত। ইদানীং ৭০ হাজার টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল তাঁর ওপর। অভিযোগ, মঙ্গলবার রাতে পণ নিয়ে বিবাদ চরম আকার নিলে ওই বধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।  আজ সকালে তাঁর মৃত্যু হয়।

রূপালির স্বামী সইদুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।