নয়াদিল্লি: বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। কখনও বাড়ির পুজোর ছবি, কখনও বা নিজের ছোটবেলার ছবি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এবার ‘প্যান্ডেমিক মর্নিং’- এর ছবি শেয়ার করে ট্রোলের মুখে পড়লেন তিনি।


গতকাল প্যান্ডেমিক মর্নিং ক্যাপশন লিখে নিজের ছবি পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী। ছবিতে দেখা যাচ্ছে,  বাগানে বসে ভিডিও কনফারেন্সে কথা বলছেন তিনি। পরনে নীল রঙের শাড়ি। পায়ে হাওয়াই চটি। আর এই চটি পরেই ট্রোলের শিকার হলেন স্মৃতি ইরানি। নেটিজেনদের প্রশ্ন হাওয়াই চটির দাম কত? কেউ কেউ আবার জানতে চেয়েছেন ব্র্যান্ডের নাম।


 নেটিজেনদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এক নেটিজেনদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এই হাওয়াই চটির দাম ২০০ টাকা। কিন্তু ব্র্যান্ডের কথা জানতে চাইবেন না। এটা স্থানীয়।’ স্পষ্টতই, ট্রোলের শিকার হয়েও মুখ বন্ধ করে থাকেননি তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও ট্রোলের শিকার হয়েছেন রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা। কেউ সেই জবাব দিয়েছেন, কেউ বা চুপ করে থেকেছেন।