নয়া দিল্লি: কেবল অনলাইনেই সীমাবদ্ধ নেই পিএফ ব্যালেন্স দেখার সুযোগ। এসএমএস, মিসড কল এমনকী উমঙ্গ/ইপিএফও অ্যাপ দিয়েও দেখা যাবে এই ব্যালেন্স। নীচে ধাপে ধাপে দেওয়া হল সেই পদ্ধতি।


কীভাবে দেখবেন পিএফ ব্যালেন্স ?


এসএমএস-এর মাধ্যমে ব্যালেন্স দেখা


যাঁদের ইপিএফও-র 'ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর' রয়েছে তাঁদের EPFOHO UAN ENG মেসেজ লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে। মেসেজ সাফল্যের সঙ্গে পৌঁছলেই ইপিএফ-অ্যাকাউন্টের সঙ্গে তার ব্যালেন্স দেখা যাবে। তবে ইপিএফও-র মেম্বারকে মেসেজ পাঠানোর আগে নিজের পছন্দের ভাষা লিখে পাঠাতে হবে।


মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক


ইপিএফও-র অথরাইজ মোবাইল নম্বরে মিসড কল দিয়ে নিজের ব্যালেন্স জানতে পারবেন গ্রাহক।


এই ক্ষেত্রে ফান্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েই কল করতে হবে।


তবে UAN নম্বরের সঙ্গে KYC ডিটেল দেওয়া না থাকলে এই কাজ করা যাবে না।


কীভাবে অনলাইনে পিএফ ব্যালেন্স দেখবেন ?


ইপিএফও পোর্টালে লগ ইন করুন।
এবার‘Our Services’ ট্যাবে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে ‘for employees’ অপশন সিলেক্ট করুন।
'Services’-এর মধ্যে ‘Member passbook’ অপশনে ক্লিক করুন।
এখানে আপনাকে UAN ও পাসওয়ার্ড দিতে বলবে।
একবার লগ ইন করতে পারলেই নিজের ইপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন গ্রাহক।
সেখানেই নিয়োগকারীর জমা অর্থ ও সুদ দেখা যাবে। 


Umang/EPFO অ্যাপ দিয়ে কীভাবে পিএফ ব্যালেন্স দেখবেন ?


এই ক্ষেত্রে প্রথমে গ্রাহককে ইপিএফও-র m-Sewa অ্যাপ গুগল প্লে স্টোর থেকে নামাতে হবে। 
একবার ডাউনলোড হয়ে গেলে ‘Member’-এ ক্লিক করুন। 
এবার এখান থেকে ব্যালেন্স/পাসবুক-এ যান।
পরবর্তী ধাপে UAN ও রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন।
আপনার বিস্তারিত বিবরণ যাচাইয়ের পরই ইপিএফ ব্যালেন্স দেখতে পারবেন গ্রাহক।
উমঙ্গ অ্যাপের মাধ্যমে চাইলে প্রভিডেন্ড ফান্ডের পাসবুকও দেখতে পারবেন গ্রাহক। 
সেক্ষেত্রে UAN-এর পাশাপাশি OTP দিতে হবে ইপিএফও-র সদস্যকে।


কোভিডকালে মানুষের দুর্দশার কথা চিন্তা করে অবসরের ফান্ড থেকে টাকা তোলার সুযোগ করে দিয়েছে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড'। 'নন রিফান্ডেবল অ্যাডভান্স' বলে এই টাকা গ্রাহকদের দেওয়া হয়েছে। করোনার সংক্রমণের সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় নয়া সুবিধার কথা ঘোষণা করে সরকার। যেখানে বলা হয়েছে, ইপিএফ সদস্য চাইলে তিন মাসের 'বেসিক পে', 'ডিএ' তুলে নিতে পারেন। অথবা ফান্ডে জমানো ৭৫ শতাংশ তোলার অধিকার রয়েছে তাঁর। তবে এ ক্ষেত্রে দুই-এর তুলনায় যেটা কম হবে তা অ্যাডভান্স হিসাবে তুলে নেবেন তিনি। বর্তমানে ৮.৫ শতাংশ হারে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন'(EPFO)-র ২০২০-২১ অর্থবর্ষের টাকা পাচ্ছেন কর্মীরা। ৮ কোটির বেশি কর্মী পাবেন এই টাকা।