নয়াদিল্লি: করোনা অতিমারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। যে তালিকায় আছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন।  আর এর ফলে সিরাম ইন্সস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সারির যোদ্ধাদের টিকাকরণ করা হবে। আর এই টিকাকরণের জন্য অ্যাপে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ওই অ্যাপের নাম কো-উইন (Co-WIN) তথা কোভিড ভ্যাকসিন  ইন্টালিজেন্স নেটওয়ার্ক। টিকাকরণের জন্য কীভাবে এই অ্যাপে নাম নথিভুক্ত করবেন? জেনে নিন বিস্তারিত-

১. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এই অ্যাপের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন। স্থানীয় কর্তৃপক্ষ প্রথম সারির যোদ্ধাদের চিহ্নিত করলেই এই রেজিস্ট্রেশন করতে পারবেন তাঁরা।

২. এখনও চালু হয়নি এই অ্যাপ। ফলে পাওয়া যাবে না প্লে স্টোরেও।

৩. প্রি-প্রোডাক্ট স্তরে আছে এই অ্যাপ। আপাতত স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরা এই অ্যাপে কাজ করতে পারছেন। ড্রাই রান পর্বে ৭৫ লক্ষেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন।

৪. কিন্তু এখন অ্যাপ ব্যবহার করতে পারবেন না সাধারণ মানুষ। কোনও সেলফ রেজিস্ট্রেশনও করা যাবে না। ড্রাই রান পর্ব সহ আপাতত স্বাস্থ্য ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্তরাই কাজ করবেন।

৫. আনুষ্ঠানিকভাবে অ্যাপ চালু হলে দেখা যাবে চারটি মডেল আছে।

৬. কেউ রেজিস্ট্রেশন করতে চাইলে অ্যাপের রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তার মধ্যে থআকবে ৩টি অপশন। বেছে নিতে হবে যে কোনও একটি।

৭. সেলফ রেজিস্ট্রেশনে সরাসরি নিজের নাম নাম নথিভুক্ত করা যাবে।

৮. মোবাইল অ্যাপ সহ কম্পিউটারের মাধ্যমেও এই  রেজিস্ট্রেশন করা যাবে। প্রমাণ হিসেবে দিতে হবে সচিত্র পরিচয়পত্র।

৯. যাঁরা সার্ভে করছেন তাঁরা এবং জেলা প্রশাসকরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

১০. কোনও স্পট রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না।

কীভাবে টিকাকরণ করা হবে? সূত্রের খবর, প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা  দেওয়া হবে। এরপর দেওয়া হবে যাদের বয়স ৫০-এর বেশি। এরপর প্রাধান্য পাবেন ৫০ বছর কম বয়সি, যাদের কো-মর্বিডিটি আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, প্রথম সারির যোদ্ধাদের জন্য বিনমূল্যে টিকাকরণ করা হবে। তবে ৫০ উর্ধ্ব এবং  কো-মর্বিডিটি যাদের আছে তাদের ক্ষেত্রে বিনামূল্যে টিকাকরণ করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়।