নয়াদিল্লি: পরিচয়পত্র হিসেবে এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। এই আধার কার্ডের নম্বর আপনার সমস্ত কিছু দরকারি তথ্যের সঙ্গে লিঙ্ক করা না থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন। তেমনই, যদি আপনার আধার কার্ডে কোনও ভুল থাকে, তাহলেও আপনি নানারকম সমস্যায় পড়তে পারেন। অনেক সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন, শুধুমাত্র আপনার আধার তথ্য ভুল থাকার জন্য। কিন্তু আধার তথ্য আপডেট করার জন্য আমাদের অনেক সময়ই অন্যের উপর নির্ভর করতে হয়। আর তা থেকেই রোজ প্রতিদিন বাড়ছে প্রতারণা। আধার তথ্য আপডেট করাতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। অনেক প্রতারক আধার কার্ড আপডেশন এবং ভেরিফাইয়ের নাম করে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এবং আপনাকে প্রতারণা করছে। প্রতারকদের হাত থেকে বাঁচতে এবার আপনি নিজেই নিজের আধার তথ্য প্রয়োজন মতো ভেরিফাইও করে নিতে পারবেন। তাহলেই আর আপনাকেও কোনও প্রতারণার শিকার হতে হবে না। জেনে নিন কীভাবে নিজের আধার তথ্য নিজেই ভেরিফাই করবেন।
১. https://www.oneindia.com/verify - এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করুন।
২. এবার আপনার ১২ ডিজিটের আধার নম্বর দিন।
৩. এবার আপনাকে সিকিউরিটি কোড বা ক্যাপচা দিতে হবে।
৪. এবার 'Proceed to verify' অপশনে ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটার স্ক্রিনে বা স্মার্টফোনের স্ক্রিনে ১২ ডিজিটের আধার নম্বর ভেসে উঠবে।
প্রসঙ্গত, এখন আপনি আধার কার্ডে নতুন নম্বরটি লিঙ্ক করাতে পারবেন খুব সহজেই। তাও অফলাইনেও। স্থানীয় এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার করেকশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই নির্দিষ্ট ফর্মেও নতুন নম্বরটি উল্লখ করতে হবে। এরপর ভেরিফিকেশন অফিসার একটি স্লিপ দেবেন, সেখানে আপডেট রিকোয়েস্ট নম্বর বলে একটি অপশন থাকবে। এই নম্বরটি আধার কার্ডের প্রতি মুহূর্তের স্ট্যাটাস আপডেটের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এছাড়াও যে কোনেও রকম অনুসন্ধানের জন্য ১৯৪৭ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার টোল ফ্রি নম্বরেও কল করা যাবে। আধার তথ্য সংক্রান্ত জালিয়াতি থেকে বাঁচতে তাই এই সমস্ত পদক্ষেপগুলি মেনে চলতে পারেন।