কলকাতা: নিউজিল্যান্ড জানিয়ে দিয়েছে, তারা এখন করোনামুক্ত। এবার তারা আন্টার্কটিকায় গবেষণা কমাচ্ছে, যাতে কার্যত জনমানবশূন্য ওই মহাদেশে করোনা জীবাণু পৌঁছে না যেতে পারে।
জানা গিয়েছে, ৩৬টি গবেষণা প্রকল্পের মধ্যে ২৩টিই বন্ধ করে দিচ্ছে তারা।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা আন্টার্কটিকায় গবেষণা করেন। সেখানে পরিবেশ সংক্রান্ত গবেষণা করা এজেন্সিটি জানিয়েছে, করোনা রোখার প্রধান উপায়, বেশি মানুষ যাতে সেখানে পা রাখতে না পারেন, তা নিশ্চিত করা। তাই আপাতত সেখানে শুধু দীর্ঘমেয়াদী বিজ্ঞান গবেষণা, অতি প্রয়োজনীয় কিছু কাজকর্ম ও পরিকল্পিত রক্ষণাবেক্ষণ চলবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আন্টার্কটিকাকে করোনা মুক্ত রাখতে সেখানে গবেষণা কমাচ্ছে নিউজিল্যান্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2020 10:45 AM (IST)
জানা গিয়েছে, ৩৬টি গবেষণা প্রকল্পের মধ্যে ২৩টিই বন্ধ করে দিচ্ছে তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -