হাওড়া: রওনা দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাবেন বলে। হাতে ছিল বাসের স্টিয়ারিং। সেই বাসে চেপেও ঘরে ফিরলেন পরিযায়ীরা। কিন্তু প্রাণ নিয়ে ফেরা হল না বাস চালক মহাদেব জানার। সেই বাসেই, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ফিরল চালকের মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, ৩ জুন হাওড়ার শ্যামপুর থেকে বাস নিয়ে কেরলের উদ্দেশে রওনা দেন মহাদেব জানা। ৬ জুন, ৩৪ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে কেরল থেকে রওনা হয় বাসটি।
জানা গেছে, ওইদিনই তামিলনাড়ু পার হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বছর তেত্রিশের ওই চালক। পথেই তাঁর মৃত্যু হয় তাঁর। সহকারী চালক বাস চালিয়ে মঙ্গলবার ভোরে চালকের মৃতদেহ ও পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরাসরি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পৌঁছান।
জেলা প্রশাসন সূত্রে খবর, করোনায় মৃত্যু কিনা জানতে, বাস চালকের মৃতদেহের নমুনা সংগ্রহ করা হবে। পরিযায়ী শ্রমিকদেরও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে গিয়ে পথেই মৃত্যু হাওড়ার বাস চালকের! করোনা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2020 10:01 AM (IST)
তামিলনাড়ু পার হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বছর তেত্রিশের ওই চালক। পথেই তাঁর মৃত্যু হয় তাঁর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -