সুনীত হালদার, হাওড়া : ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। খুলছে বিভিন্ন হাট-বাজার। প্রায় ৩ মাস বন্ধ থাকার পর এবার খুলে গেল হাওড়ার মঙ্গলাহাট। আজ সকালে হাটের ব্যবসায়ীরা তাঁদের দোকান খোলেন। পুজোর আগে প্রশাসন হাটের অনুমতি দেওয়ায় খুশি ব্যবসায়ীরা।
চিকিৎসকদের একাংশের মত, অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। তাই হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলাহাটের ব্যবসায়ীদের বিভিন্ন বিধি-নিষেধের কথা বলা হয়। মঙ্গলাহাট সংলগ্ন এলাকায় একাধিক সরকারি অফিস এবং হাওড়া জেলা হাসপাতাল থাকায় ভিড় রুখতে মঙ্গলাহাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পুজোর আগে যাতে হাট খোলে সে ব্যাপারে প্রশাসনের কাছে দরবার করতে থাকেন হাটের ছোট ব্যবসায়ীরা। অবশেষে জেলা প্রশাসনের তরফে কোভিড বিধি মেনেই ব্যবসা করার অনুমতি দেওয়া হয়। ব্যবসায়ীরা মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করছেন।
আজ হাট খুললেও ক্রেতাদের সংখ্যা ছিল অনেক কম। মূলত লোকাল ট্রেন না চলা এবং আগে থেকে হাট খোলার খবর না থাকায় ক্রেতাদের ভিড় দেখা যায়নি। তবে বিক্রেতারা জানিয়েছেন, পুজোর আগে হাট খোলায় তাঁরা খুশি। কোভিড বিধি মেনেই ব্যবসা করতে চান তাঁরা। এতদিন ব্যবসা করতে না পারায় তাঁরা আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন।
এদিকে হাট খোলা নিয়ে শাসক দলের সঙ্গে বিরোধীদের তরজা শুরু হয়েছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য উমেশ রাই অভিযোগ করেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে হাটের ব্যবসায়ীদের ব্যবসা করার অনুমতি দেওয়া হলেও, তাঁদের সকলকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়নি। লোকাল ট্রেন চলার অনুমতি না দেওয়ায় হাটে ক্রেতারা আসতে পারবেন না। ফলে ব্যবসা মার খাবে।
হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন, কোভিড বিধি মেনেই ব্যবসায়ীদের ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারেন তার জন্য পুরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।