নয়া দিল্লি: মোবাইল বাজারের পর এবার লক্ষ্য ল্যাপটপ মার্কেট। দেশে RedmiBook সিরিজ লঞ্চ করল শাওমি। প্রতিযোগী কোম্পানিদের টক্কর দিতে উন্নত স্পেকসের সঙ্গে দেওয়া হয়েছে একাধিক ফিচার।
মঙ্গলবারই RedmiBook Pro, RedmiBook e-Learning Edition লঞ্চ করেছে কোম্পানি। দু'টো ল্যাপটপেই দেওয়া হয়েছে ইন্টেলের ১১ জেনারেশন প্রসেসর ছাড়াও ৫১২ এসএসডি। কোম্পানি জানিয়েছে, প্রফেশনাল তথা ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করছেন, এরকম কর্মীদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে 'প্রো' ল্যাপটপ। পাশাপাশি পড়ুয়া বা ছাত্রদের কথা ভেবে আনা হয়েছে RedmiBook e-Learning Edition। ফুল এইচডি ডিসপ্লে ছাড়াও ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ দেবে দুই ডিভাইস।
RedmiBook Pro, RedmiBook e-Learning Edition-এর দাম, লঞ্চ অফার
দেশে RedmiBook Pro-এর দাম ৪৯,৯৯৯ টাকা রেখেছে কোম্পানি। চার্কোল গ্রে রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ। ৮জিবি RAM, ৫১২ জিবি স্টোরেজ রয়েছে এই নতুন ডিভাইসে। পাশাপাশি RedmiBook e-Learning Edition-এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪১,৯৯৯ টাকা। ৮ জিবি, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের জন্য এই দাম রাখা হয়েছে। তবে ৮জিবি, ৫১২ এসএসডি ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দাম পড়বে ৪৪,৯৯৯ টাকা। ৬ অগাস্ট থেকে ফ্লিপকার্ট, মি.কম ছাড়াও মি অফিসিয়াল স্টোরে এই ল্যাপটপ পাওয়া যাবে। শুক্রবার বেলা ১২টা থেকে শুরু হবে ওপেন সেল। এইচডিএফসি ক্রেডিট কার্ডে 'প্রো মডেল' কিনলে সর্বোচ্চ ৩৫০০ টাকা ছাড় পাওয়া যাবে ল্যাপটপে। তবে RedmiBook e-Learning Edition একই কার্ডে কিনলে সর্বোচ্চ ২৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।
RedmiBook Pro-এর স্পেসিফিকেশন
১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ল্যাপটপে। সঙ্গে ক্রেতারা পাবেন 'সিসর মেকানিজম কিবোর্ড'। টাইপ করতে এই কিবোর্ডে অনেক সুবিধা হবে প্রফেশনালদের। ইন্টেলের ১১ জেনারেশন আই-৫ প্রসেসর দেওয়া হয়েছে ল্যাপটপে। গেমিং সিরিজের এইচ প্রসেসর ব্যবহার করা হয়েছে এখানে। কোম্পানির দাবি, এই চিপসেট ৪.৪ গিগাহার্টজের সর্বোচ্চ ক্লকস্পিড দেবে ল্যাপটপে। ৮জিবি ৫১২ জিবি স্টোরেজ অপশন থাকছে ল্যাপটপে। ১০ ঘণ্টার ব্যাটারি লাইফ থাকবে এই নতুন ডিভাইসে।
RedmiBook e-Learning Edition-এর স্পেসিফিকেশন
এই ল্যাপটপেও ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। Intel Core i3-1115G4 processor ব্যবহার করা হয়েছে ল্যাপটপে। যা সর্বোচ্চ ৪.১ গিগাহার্টজের ক্লকস্পিড দেবে। ৮ জিবি RAM-এর সঙ্গে রয়েছে ২৫৬ সাটা হার্ডডিস্ক ছাড়াও ৫১২ এসএসডি অপশন। একবার চার্জ দিলে ১০ ঘণ্টার ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে ফোনে।