মুম্বই: হৃতিক রোশনের মতই ফিটনেস ফ্রিক তাঁর মা পিঙ্কি রোশন। লকডাউনে কীভাবে নিজেকে ফিট রাখা যায় তা নিয়ে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন তিনি।

একটিতে দেখা যাচ্ছে, পিঙ্কি হাঁটছেন, তাঁর মুখ ঘামে ভিজে। তাঁর বাড়ি ও বাগানের কিছু অংশ দেখা যাচ্ছে ভিডিওতে। অন্য ভিডিওয় পিঙ্কি বলছেন, এবার তিনি পিছনের দিকে হাঁটা শুরু করেছেন। এতে দ্রুত শারীরিক কসরত হয়।


পিঙ্কির ফিটনেস অনুপ্রাণিত করে তাঁর ছেলে হৃতিক ও দুই নাতি ঋহান ও ঋধানকে। ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় তাঁর ওয়ার্কআউটের ভিডিও।