মুম্বই: অভিনেত্রী ঊর্বশী রাউতেলার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ। ট্যুইট করে এই অভিনেত্রী নিজেই অভিযোগ করেছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দয়া করে কোনও মেসেজ বা পোস্টের জবাব দেবেন না। কারণ, আমি বা আমার দলের কেউ ফেসবুকে কিছু পোস্ট করছি না।’
ঊর্বশীর অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট হওয়ার পরেই এই অভিনেত্রী বুঝতে পারেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার পুলিশ সেল বিষয়টির তদন্ত করছে।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ঊর্বশী। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ঈর্ষণীয়। এই অভিনেত্রীর মিউজিক ভিডিও ‘বিট পে ঠুমকা’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এরপর কমেড ফ্লিক ‘ভার্জিন ভানুপ্রিয়া’তে দেখা যাবে এই অভিনেত্রীকে।
ঊর্বশী রাউতেলার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 05:53 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ঊর্বশী। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ঈর্ষণীয়।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -