কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। চলবে ২৭ তারিখ পর্যন্ত। প্রথমদিন পরীক্ষা শুরু হচ্ছে বাংলা দিয়ে। এবার উচ্চ মাধ্যমিকে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

মাধ্যমিকে প্রশ্নপত্রের প্রতিলিপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরে আসার অভিযোগ উঠেছে। তাই সংসদ জানিয়ে দিয়েছে, স্কুলের গাফিলতিতে উচ্চমাধ্যমিকে টোকাটুকি হলে সংশ্লিষ্ট স্কুলের অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে। স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। সংলগ্ন এলাকায় বন্ধ থাকছে ইন্টারনেট। উচ্চমাধ্যমিকের পাশাপাশি আজ থেকে শুরু একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও। এবার একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ লক্ষ।