নয়াদিল্লি: হাবেই-এর নয়া সিরিজ হাবেই পি৪০ শিগগিরই চলে আসছে এ দেশে। টুইট করে তারা জানিয়েছে, ফোন বাজারে আসছে ২৬ তারিখ। কিন্তু করোনার জেরে আপাতত ফোনের আগমন সংক্রান্ত গোটা অনুষ্ঠানটা অনলাইনে দেখা যাবে। রেডমি নোট ৯ প্রো-র লঞ্চিংও করোনার কারণে অনলাইন হয়েছে।
এই হাবেই পি৪০ সিরিজ ভিশন ফটোগ্রাফির জন্য সেরা। তবে হাবেই থেকে এই ফোনের ফিচার সম্পর্কে তেমন কোনও তথ্য না দিলেও জানা গিয়েছে, ভিশন ফটোগ্রাফির জন্য এতে তিনটে রিয়ার ক্যামেরা থাকতে পারে। এই সিরিজে থাকছে হাবেই পি৪০-র প্রো ফোনও। তাতে আবার পাঁচটা রিয়ার ক্যামেরার সঙ্গে দুটো সেলফি ক্যামেরা থাকবে। এই সিরিজের ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকছে, সঙ্গে ফাস্ট চার্জিংয়ের সুবিধে। স্ক্রিনের আয়তন ৬.৫৭ ইঞ্চি, দাম পড়বে ২৩,০০০ টাকার আশপাশে।
দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা দাবি করেছেন, হাবেই তাদের ইয়ারবাডসও লঞ্চ করছে। তাদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে অ্যাপলের ইয়ারবাডসের সঙ্গে। নয়া এই ইয়ারবাডসের নাম হবে ইয়ারবাডস ৩। এর বাজারে আসার তারিখ শিগগিরই জানানো হবে।
২৬ তারিখ ভারতে পা রাখছে হাবেই পি৪০, করোনার জন্য অনুষ্ঠান হবে অনলাইনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2020 02:29 PM (IST)
স্ক্রিনের আয়তন ৬.৫৭ ইঞ্চি, দাম পড়বে ২৩,০০০ টাকার আশপাশে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -