এরই মধ্যে লন্ডন গেলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক ব্য়বস্থা হিসাবে বিদেশ সফর এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। তবে মিমি জানিয়েছেন, তাঁকে কাজের জন্য বিলেত পাড়ি দিতে হচ্ছে। সতর্কতার কোনও খামতি রাখেননি তৃণমূল সাংসদ। পরে নিয়েছেন মাস্ক। তবু, পুরোপুরি আশঙ্কামুক্ত হতে পারছেন না তিনি।
শুক্রবার নিজের মাস্ক পরা ছবি ট্যুইট করেন মিমি। সঙ্গে লেখেন, ‘কাজের জন্য আজ লন্ডন যেতে হচ্ছে। সবরকম সতর্কতা অবলম্বন করছি। বাকিটা নিয়ে তো পূর্বাভাস চলে না।’
করোনা-আতঙ্কে বড় জমায়েত বন্ধ রাখতে বলেছে কেন্দ্র। যে কারণে অনুষ্ঠান স্থগিত করেছেন রূপম ইসলাম। ২৮ মার্চ বিদ্যামন্দিরে একক কনসার্ট ছিল তাঁর। গায়ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, করোনা-আতঙ্কে আপাতত কনসার্টটি স্থগিত রাখা হচ্ছে।