ভোপাল: মধ্যপ্রদেশের ধারে (Dhar Factory Fire) ভয়ঙ্কর আগুন। আগুনে ভস্মীভূত পাইপের কারখানা। দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে আগুনের কুণ্ডলী। কীভাবে আগুন, তা এখনও জানা যায়নি।। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন।


কী জানা গেল?
প্রাথমিক ভাবে খবর, কারখানাটির গুদাম ছিল পিথমপুর-৩ শিল্পাঞ্চলে। সেখানেই আগুন লাগে। খবর ছড়িয়ে পড়তেই, ধার, পিথমপুর, ইন্দোর এবং বদনাওয়ার থেকে দমকলবাহিনী এসে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বহু দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। সঙ্গে পুরু, কালো ধোঁয়া গলগল করে ছড়িয়ে পড়তে থাকে। কারখানার ঠিক কতটা ক্ষতি হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চলছে। তবে কী থেকে আগুন লাগল, পাশাপাশি সেই কারণও বোঝার চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা। শেষ পর্যন্ত যা খবর, তাতে আগুন নেভাতে অন্তত ২০টি জলের ট্যাঙ্কার ব্যবহার করা হয়েছে। তবে তার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে মনে করছে দমকল।


আর যা..
প্রাথমিক ভাবে দমকলের ধারণা, কারখানাটির গুদামে বিপুল সংখ্যক পাইপ রাখা ছিল। বস্তুত, এই কারখানায় পাইপ-ই তৈরি করা হত। সেই পাইপের বড় অংশ গুদামে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লেগেছিল গুদামে। দমকলের কাছে খবর যায় ৭টায়। ফলে কিছুটা সময় এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। তার উপর আবার কারখানায় অগ্নি-নির্বাপণের কোনও ব্যবস্থাও ছিল না বলে উঠে এসেছে। সব মিলিয়ে আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। 
দেশের বহু প্রান্তেই আবহাওয়ার 'আগুনে-মেজাজ' এখনও থিতোয়নি। তার মধ্যে একাধিক জায়গা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা শোনা যাচ্ছে। গত ১০ দিনে দিল্লিতে এমন ঘটনার কথা শোনা গিয়েছে যাতে প্রাণহানিও হয়। বেশিরভাগ ক্ষেত্রেই শর্ট সার্কিট বা অতিরিক্ত ব্যবহারের ফলে কোনও যন্ত্রের তেতে ওঠা অগ্নিকাণ্ডের কারণ। মঙ্গলবার ভোরের দিকেই যেমন মহারাষ্ট্রের ঠানের একটি কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে ডায়পার তৈরি হত বলে খবর। খবর পেতেই দ্রুত সেখানে পৌঁছেছিল দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা করছেন তাঁরা।  এখানেই শেষ নয়। খোদ মহানগরের প্রাণকেন্দ্র, পার্ক স্ট্রিটে বিধ্বংসী আগুন লেগে যায় মঙ্গলবার। ২৪ নম্বর পার্ক স্ট্রিটে আগুন লাগার জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ধারণা, অ্যালেন পার্কের পাশে রেস্তোরাঁয় আগুন লেগেছিল। দমকলের ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।


আরও পড়ুন:২ দিনে গরম হবে আরও তীব্র, তাপপ্রবাহের বড় সতর্কতা ৯ জেলায়