পায়েল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, তাঁকে যৌন নিগ্রহের সময় অনুরাগ বলেন, অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক, হুমা কুরেশি, রিচা চাড্ডার মত অভিনেত্রীরা তিনি ডাকলেই ঘনিষ্ঠ হতে চলে আসেন। অনুরাগের গ্যাংস অফ ওয়াসিপুর দিয়ে বলিউডে পা রাখেন হুমা, তিনি টুইটারে পোস্ট করেছেন, এ নিয়ে এখনও পর্যন্ত তিনি কিছু বলেননি, কারণ সোশ্যাল মিডিয়ায় চুলোচুলিতে বিশ্বাসী নন, মিডিয়া ট্রায়ালও পছন্দ করেন না। কিন্তু এই ঝঞ্ঝাটে তাঁকে টেনে আনায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ। শুধু নিজের জন্য নন, সেই সব মহিলার জন্যও কর্মক্ষেত্রে যাঁদের বহু বছরের লড়াই আর কঠোর পরিশ্রম এমন মিথ্যে অভিযোগে ধুলোয় মিশে গিয়েছে। এ ধরনের বক্তব্য রাখা থেকে দয়া করে বিরত থাকুন, লিখেছেন তিনি।
অনুরাগ কাশ্যপকে প্রিয় বন্ধু ও অত্যন্ত প্রতিভাবান পরিচালক বলে ব্যাখ্যা করে হুমা লিখেছেন, শেষ তাঁরা এক সঙ্গে কাজ করেন ২০১২-১৩ সালে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি বলতে পারেন, তিনি বা অন্য কারও সঙ্গে অনুরাগ কখনও দুর্ব্যবহার করেননি। তবে যদি কেউ এমন দাবি করেন, তবে তিনি অবশ্যই সে ব্যাপারে জানান পুলিশ, প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে। নারীপুরুষ নির্বিশেষে উচিত #মিটু আন্দোলনের পবিত্রতা বজায় রাখা, এটাই তাঁর চূড়ান্ত বক্তব্য। এ ব্যাপারে আর কেউ যেন তাঁর মতামত নেওয়ার চেষ্টা না করেন। লিখেছেন তিনি।
রিচা চাড্ডাও গতকাল পায়েল ঘোষকে আইনি নোটিশ পাঠিয়েছেন, তাঁর অভিযোগ, মিথ্যে এবং অন্যায়ভাবে তাঁর নাম টেনে আনা হয়েছে। যদিও তিনি বিশ্বাস করেন, সত্যিকারের নির্যাতিত মহিলাদের যে কোনও মূল্যে বিচার পাওয়ার অধিকার রয়েছে কিন্তু এমন আইন তো আছে, যা কর্মক্ষেত্রে নারীপুরুষের সমানাধিকার নিশ্চিত করে, তাঁদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করে। কোনও মহিলার নিজেদের স্বাধীনতার অপব্যবহার করে অন্য মহিলার প্রতি ভিত্তিহীন, মিথ্যে অভিযোগ তোলা উচিত নয়।