চেন্নাই: একুশ শতকে ফের এক নৃশংস ঘটনার সাক্ষী হল অন্ধ্রপ্রদেশ। এমনটা যে হতে পারে, তা স্বপ্নেও কল্পনা করতে পারেনা কেউ। এটি কোনও পরিকল্পিত খুন নয় বলেই ধারণা। কিন্তু দেবস্থানে যে এমন ঘটনা ঘটতে পারে কোনওদিন তা যেন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কেউ।
রবিবার এমনই একটি ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার ভালাসাপল্লিতে। সেখানে মকর সংক্রান্তির একটি উৎসব চলছিল। সেই সময় পশুর বদলে নরবলি উৎসর্গ করা হল দেবতাকে। যিনি পশুবলির দায়িত্বে ছিলেন পুলিশ তাঁকে চিহ্নিত করেছে। জানা গিয়েছে সেদিনের উৎসবে তাঁর কাজ ছিল ছাগ বলি দেওয়ার। পুলিশ জানায়, এই কাজ করার সময় তিনি ছাগলের গলা কাটার বদলে যিনি ছাগলটি নিয়ে হাড়িকাঠের পাশে ছিলেন সেই ব্যক্তির গলা কাটেন।
আরও পড়ুন, ৪৪ কোটি ৩০ লক্ষ টাকা বিল বকেয়া, স্বাস্থ্যসচিবকে চিঠি রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার
অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে ইয়েলেম্মা দেবীর পুজো হয় মকর সংক্রান্তিতে। সেখানেই পশুবলি দেওয়ার নিয়ম। সেখানেই ঘটে যায় এই নৃশংস ঘটনা। পুলিশ এও জানিয়েছে বলি দেওয়ার সময় ধৃত ব্যক্তি ছালাপাঠি মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও এই ঘটনার পর পরই রক্তস্নান্ত সুরেশকে নিয়ে সরকারি হাসপাতালে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় অভিযুক্ত ছালাপাঠিকে গ্রেফতার করেছে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যারা উপস্থিত ছিলেন তাঁদের কথায় এই ঘটনা যেন শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নামিয়ে দেয়। চোখের সামনে এমন আকস্মিক দৃশ্য দেখে অনেকেই ভীতসন্ত্রস্ত। যদিও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।