লখনউ: উত্তর প্রদেশে ৯ জন স্বেচ্ছাসেবীর ওপর দেশে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের পরীক্ষা শুরু হল। রাণা হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে গতকাল থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, ওই ৯ স্বেচ্ছাসেবীই ভাল আছেন।
করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে ১২টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে রাণা হাসপাতাল সেগুলির অন্যতম। হাসপাতালের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ভেঙ্কটেশ চতুর্বেদী জানিয়েছেন, ফিজিশিয়ান অজিত প্রতাপ সিংহ ও গাইনিকোলোজিস্ট ও অবস্টেট্রিসিয়ান সোনা ঘোষের নিশ্ছিদ্র তত্ত্বাবধানে পরীক্ষা শুরু হয়েছে। স্বেচ্ছাসেবীরা সকলেই একেবারে সুস্থ আছেন।
সোমবারই কোভ্যাক্সিনের মানব দেহে ট্রায়াল শুরু হয়েছে ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ও এসইউএম হাসপাতাল। রোহতকের পিজিআইএমএস-এআবার মানব দেহে ট্রায়ালের প্রথম পর্যায় ইতিমধ্যেই শেষ হয়েছে। ট্রায়াল শুরু হয়েছিল ১৭ জুলাই, যোগ দেন ৫০ জন স্বেচ্ছাসেবী। ভ্যাকসিন ট্রায়াল টিমের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সবিতা শর্মা জানিয়েছেন, ফলাফল আশাপ্রদ। প্রথম পর্যায়ের ট্রায়ালের ফল নিয়ে এখন বিশ্লেষণ করছেন গবেষকরা, ফল প্রকাশ হলে ডেটা সেফটি মনিটরিং বোর্ড বা ডিএসএমবি প্যানেল পরবর্তী পর্যায়ের ট্রায়ালের জন্য সবুজ সংকেত দেবে।
দিল্লিতে ৩৭৫ জনের ওপর করোনা টিকার পরীক্ষা হয়েছে। সে পরীক্ষার ফল বেরিয়ে গেলেই টিকার নিরাপত্তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো যাবে।
যে ১২টি প্রতিষ্ঠানে কোভ্যাক্সিনের পরীক্ষা চলছে সেগুলি হল, এইমস-দিল্লি, নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস- হায়দরাবাদ, পিজিএমআইএস- রোহতক, এসআরএম মেডিক্যাল কলেজ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার- চেন্নাই, এইমস- পটনা, রেদকর হাসপাতাল- গোয়া, গিল্লুরকর মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার- নাগপুর, এসইউএম হাসপাতাল- ভুবনেশ্বর, জীবন রেখা হাসপাতাল- বেলাগাভি, কিং জর্জ হাসপাতাল- বিশাখাপত্তনম, প্রখর হাসপাতাল- কানপুর ও রাণা হাসপাতাল- গোরক্ষপুর। যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষা শেষ করার জন্য প্রতিষ্ঠানগুলিকে আইসিএমআর নির্দেশ দিয়েছে।
উত্তর প্রদেশে শুরু হল কোভ্যাক্সিনের মানব শরীরে ট্রায়াল, ভাল আছেন স্বেচ্ছাসেবীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Aug 2020 12:05 PM (IST)
দিল্লিতে ৩৭৫ জনের ওপর করোনা টিকার পরীক্ষা হয়েছে। সে পরীক্ষার ফল বেরিয়ে গেলেই টিকার নিরাপত্তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো যাবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -