নয়াদিল্লি: একাধিক শিশুকে যৌন নিগ্রহ মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির সাজা মকুব করেছিলেন। সেই নিয়ে জনরোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত পদত্যাগই করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক (Katalin Novak)। শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়েই পদত্যাগের সিদ্ধান্তের কথা সকলকে জানান তিনি। ২০২২ সাল থেকে হাঙ্গেরির প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন ক্যাটালিন। (Hungary President Resigns)
ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। এপ্রিল মাসে যৌন নিগ্রহ মামলায় সহযোগীর ভূমিকা পালন করায় দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির সাজা মাফ করে দেন ক্যাটালিন। সরকারি অনাথ আশ্রমে একাধিক শিশুকে যৌন নিগ্রহ মামলায় নির্যাতনের শিকার হওয়া শিশুদের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও ছিল। এমন ঘৃণ্য অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির সাজা কী করে মাফ করে দিলেন প্রেসিডেন্ট, সেই নিয়ে প্রশ্ন ওঠে। তীব্র সমালোচনার মুখে পড়েন ক্যাটালিন।
সেই থেকে গত কয়েক মাস ধরে তাঁর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোর পায়। ক্যাটালিনকে পদত্যাগ করতে হবে বলে দাবি ওঠে। শেষ পর্যন্ত শনিবার টেলিভিশনের মাধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় পদত্যাগ করছেন বলে জানান ক্যাটালিন। তিনি বলেন, "আমি ক্ষমা মঞ্জুর করায় অনেকে আহত এবং আশাহত হয়েছেন। আমার ভুল হয়েছে।"
ক্যাটালিন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি, তিনি ছিলেন কনিষ্ঠতম প্রেসিডেন্টও। আগে ভাইস প্রেসিডেন্টও ছিলেন দেশের। কিন্তু একাধিক শিশুকে যৌন নিগ্রহ মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির সাজা মকুব করায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। দেশের সব মহল থেকেই নিন্দার ঝড় ওঠে। সেই আবহেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ক্যাটালিন।
হাঙ্গেরির পার্লামেন্টে ক্যাটালিনের পদত্যাগ গৃহীত হলেই দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন ক্যাটালিন। তবে এই ঘটনায় ক্ষমতাসীন দল Fidesz-এর বিড়ম্বনা আরও বাড়ল। ২০১০ থেকে হাঙ্গেরিতে ক্ষমতায় আছে তারা। প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরুদ্ধে এমনিতেই ক্ষোভয় দানা বাঁধছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি, নির্বাচন গুবলেট করে দেওয়া, সংবাদমাধ্যমনগুলিকে নিয়ন্ত্রণ করার অভিযোগে বিদ্ধ তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ক্যাটালিনও Fidesz-এর সক্রিয় সদস্য ছিলেন। Fidesz জাতীয়তাবাদী, সনাতনী রাজনৈতিক দল হিসেবেই পরিচিত সেখানে। পরিবার এবং শিশুদের মনস্তত্ত্ব, নিরাপত্তা নিয়ে বরাবর সওয়াল করতে দেখা গিয়েছে তাদের। তাই ক্যাটালিনের সিদ্ধান্তের প্রভাব এসে পড়ে দলের উপরও।