হায়দরাবাদ :  মর্মান্তিক ! কাকভোরে বেরিয়েছিলেন হাঁটতে। অভ্যাসমতই। কিন্তু, আর বাড়ি ফেরা হল না মর্নিং ওয়াক সেরে ! দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও মেয়ে। বেপরোয়া গাড়িতে একসঙ্গে পিষে দিল তাঁদের। সঙ্গে জখম হলেন আরও এক মহিলা। ভয়ানক সেই দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। 


সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলেন অনুরাধা, মমতা ও মালবীতা নামের তিন মহিলা। তাঁরা ফুটপাত ধরে হাঁটছিলেন। সেই সময় দ্রুত গতিতে একটি গাড়ি পেছন দিক থেকে এসে তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় - মা ও মেয়ে তথা অনুরাধা ও মমতার। মারাত্মক জখম হন মালবীতা। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকালে হায়দরাবাদের (Hyderabad) বন্দলাগুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নরসিংঙ্গি পুলিশের দাবি, আর্মি পাবলিক স্কুলের কাছে সান সিটি মেন রোডে দুর্ঘটনাটি ঘটেছে।


ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CC TV Camera)। তাতে দেখা যাচ্ছে, মারাত্মক গতিতে আসছিল গাড়িটি। পথচারীদের পিষে নিয়ে আরও কিছুটা এগিয়ে যায় সেটি। এরপর একাধিক গাছ ও ঝোপঝাড় সম্বলিত জায়গায় গিয়ে থমকে যায়।


তীব্র গতিতে তিনজনকে পিষে দিল অনিয়ন্ত্রিত চারচাকা


দুর্ঘটনার পর গোটা রাস্তা ধুলো বালিতে ঢাকা পড়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে নরসিংঙ্গি থানার পুলিশ। পলাতক চালককে ধরতে সঙ্গে সঙ্গে টিম গঠন করা হয়। 



শান্তি নগর এলাকার বাসিন্দা অনুরাধা ও মমতা। মা-মেয়েতে নিয়মিত সকালে হাঁটতে বের হতেন। সেই অভ্যাসমতই এদিনও সকালে বেরিয়ে ছিলেন। অন্যদিকে, দ্রুত গতির ওই গাড়িটি বন্দলাগুড়া এক্স রোডের দিকে যাচ্ছিল। মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির জন্য রাস্তার বাঁকে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। এরপর ফুটপাথ ছুঁয়ে গিয়ে ওই তিন জনের উপর দিয়ে চলে যায়। তাঁদের পিষে দেওয়ার পর বেশ কিছুটা এগিয়ে নিয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে চালক অল্পবিস্তর আঘাত পান। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চালককে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিলেও, আপাতত তিনি হেফাজতে নেই। মারাত্মক ক্ষতি হয়েছে গাড়িটিরও। এদিকে দুর্ঘটনার পর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে কিছু জামাকাপড় এবং একটি কুড়ুল পেয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial