বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জেলা সফরের আগেই ফের উত্তপ্ত ময়নার বাকচা এলাকা। মূলত দোরগড়ায় পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় হিংসার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যেই এনিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। যদিও তারপরে একের পর এক অভিযোগ জমা পড়েছে রাজভবনে কন্ট্রোলরুমে। ওদিকে পঞ্চায়েত ভোটের ঠিক আগেই পরিষেবা চালু হয়েছে ,'সরাসরি মুখ্যমন্ত্রী'। যদিও অশান্তির (Violence) ঘটনায় ভাটা পড়েনি। সদ্য মাসের শুরুতেই রাজ্যপালের কোচবিহার সফরের মাঝামাঝি কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজি-আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছিল। আর এবার আরও একবার হামলার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ময়নায় (East Midnapore Moyna) বিজেপি প্রার্থীর বাড়িতে (BJP Candidate)।


গতকাল রাতের অন্ধকারে বিজেপি কর্মীর (BJP Worker) বাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁর বাড়ির সামনের রান্নাঘরের ত্রিপলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC)। ঘটনাটি ঘটেছে ময়নার খিদিরপুর গ্রাম এলাকায় (Moyna Khidirpur Area)। স্থানীয় সূত্রে জানা যায়, মোহনদাস নামে এক ব্যক্তি বিজেপির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। বুথ মিটিংয়ে ছিলেন মোহন দাস। বাড়িতে দুই সন্তান নিয়ে শুয়েছিলেন মোহনের স্ত্রী। ঠিক সেই সময় 'তৃণমূল দুষ্কৃতীরা' তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। স্থানীয়রা আগুন দেখে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর দেওয়া হয় ময়না থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


স্থানীয়দের দাবি,'তৃণমূলের দুষ্কৃতীরা মূলত এলাকা দখলকে কেন্দ্র করে এইভাবে বাড়ি ভাঙচুর আগুন লাগানো হয়।' মোহন দাসের স্ত্রীর অভিযোগ,'গতকাল ওরা বাড়িতে এসে আমাদের বলে যদি তৃণমূলকে ভোট না দেই তাহলে আমাদের প্রাণে মেরে দেওয়া হবে। তারপরে গতকাল রাতে এসে এভাবে বাড়ি ভাঙচুর করা হয়। যখন আগুন লাগানো হয় তখন বাড়ির ভেতরেই দুই সন্তানকে নিয়ে শুয়েছিলাম।' প্রকৃত দোষীদের শাস্তি দাবি চাইছেন মোহনের স্ত্রী। তবে এই মুহূর্তে তাঁরা ভয়ের মধ্যে রয়েছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের বক্তব্য, 'নিজেরাই আগুন লাগিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে বদনাম করার চেষ্টা করছে।' প্রসঙ্গত, মাসের শুরুতেই দিনহাটার ওকাবাড়িতে কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার ফের ময়নাকাণ্ডে ফের কাঠগড়ায় শাসকদল।