হায়দরাবাদ: কোথাও জলের স্রোতে তলিয়ে যাচ্ছে মানুষ, বাঁচানোর ক্ষমতা নেই কারও। কোথাও আবার চোখের সামনে শখের গাড়িটাকে ভেসে যেতে দেখে আর্তনাদ। কোথাও আবার রেল ব্রিজের উপর দিয়েই বয়ে চলেছে নদী।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার বিস্তীর্ণ এলাকা। জলের তলায় হায়দরাবাদ। প্রবল বৃষ্টিতে হিমায়ত সাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। দৃশ্য দেখলে তো যে কারও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে।
অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলায় রেল সেতুর তলায় থাকা নদী ফুঁসে উঠে বইছে লাইনের উপর দিয়ে। কলকাতা-চেন্নাই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে হায়দরাবাদে। দু’দিন স্থগিত ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা।