হায়দরাবাদ: করোনাভাইরাস লকডাউনের জেরে বাবা-মা আটকে পড়েছেন সুদূর মার্কিন মুলুকে। ভারতে ঠাকুমার কাছে রয়ে গিয়েছে ছোট্ট ফুটফুটে মীরা। এমতাবস্থায়, ওই এক বছরের শিশুর প্রথম জন্মদিন পালনের দায়িত্ব তুলে নিল হায়দরাবাদ পুলিশ।
বোস্টনে আটকে পড়েছেন সন্দীপ ও হরিনী। তাঁরা হায়দরাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেন, তারা যেন তাঁদের মেয়েকে শুভেচ্ছা জানান।
আর সেই অনুরোধ কী করে ফেলে দেবে পুলিশ। ছোট্ট মীরাকে তার প্রথম জন্মদিনের অভিনন্দন জানাতে সটান তার বাড়িতেই পৌঁছে যান খোদ পুলিশকর্তা। সঙ্গে বেলুন ও উপহার।
হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনী কুমার সহ শীর্ষ কর্তারা বরকতপুরায় সন্দীপদের বাড়ি পৌঁছে তাঁদের এক বছরের শিশুকন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসেন। মাস্ক পরে মীরার হাতে তুলে দেওয়া হয় একটি টেডি বিয়ার। চালানো হয় হ্যাপি বার্থডে গানও।
পুলিশ জানিয়েছে, গতমাসে সন্দীপ ও হরিনী ভারতে এসেছিলেন মীরাকে নিয়ে বাবা-মায়ের কাছে। পরে তাঁরা চলে যান। দাদু-দিদার সঙ্গে মার্কিন মুলুকে যাওয়ার কথা ছিল মীরার। কিন্তু, তার আগেই লকডাউন হয়ে যায়।